জনপ্রিয় ফোর হুইলার নির্মাতা সংস্থা মারুতি সুজুকি নতুন গাড়ি আনলো বাজারে। ভিক্টোরিস নামের গাড়িটি নজর কাড়ছে ক্রেতাদের। এর ফিচারগুলো আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে গাড়িটিকে।
ফ্লাশ ডোর হ্যান্ডেল না থাকলেও ডুয়াল-টোন পাবেন এই গাড়িতে। যেখানে পেছনের অংশটি ব্লকের মতো প্যাটার্নের সঙ্গে সংযুক্ত টেল-ল্যাম্পের জন্য রাতে দারুণ দেখাচ্ছে। ক্ল্যাডিং, ১৭ ইঞ্চি অ্যালয় ও বিল্ড কোয়ালিটি বেশ ভালো।
ভিক্টোরিসের ভেতরটা খুব বেশি লম্বা না হওয়ায় ভেতরে ঢোকা ও বের হওয়া যাত্রীদের জন্য সহজ। কারণ এটি এখন পর্যন্ত তাদের সেরা কেবিন। স্তরযুক্ত ড্যাশবোর্ড ও সফট টাচ উপকরণগুলো একটি প্রিমিয়াম স্পর্শ যোগ করে এই গাড়িতে। তবে জানালার সুইচগুলো অন্যান্য মারুতি গাড়ির মতোই রেখেছে কোম্পানি।
গাড়ির প্রধান টাচস্ক্রিনে স্মার্টপ্লে প্রো এক্স সহ ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এটি স্লিক টাচ রেসপন্স সহ দুর্দান্তভাবে কাজ করে। এর সঙ্গে বিভিন্ন ভাষায় পডকাস্ট করার জন্য বা সংবাদ স্ট্রিম করার জন্য এবিপি লাইভ সহ অ্যাপ রয়েছে। কেবিনের অন্য নতুন উপাদান হলো ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা খুব জটিল নয় ও পড়তেও সহজ।
ভিক্টোরিসের একটি বড় আকর্ষণ, একটি ড্রিভেন হ্যান্ডব্রেক, ডলবি অ্যাটমস সহ ৮-স্পিকার অডিও সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এডিএএস, এয়ার পিউরিফায়ার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৬৪-রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্যানোরামিক সানরুফ, ক্লাইমেট কন্ট্রোল, ৮-ওয়ে ড্রিভেন ড্রাইভার সিট, কিক সেন্সর সহ ড্রিভেন টেলগেট ওপেনার, ৬টি এয়ারব্যাগ এবং আরও অনেক কিছু।
গাড়ির অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট ও আরও অনেক কিছু সহ লেভেল ২ এর সব বৈশিষ্ট্য সহ এডিএএস দেখেছি। এগুলো সবই রাস্তায় বেশ ভাল কাজ করেছে।
৬-স্পিড অটোমেটিকের সঙ্গে ১.৫ লিটার চার সিলিন্ডার মাইল্ড হাইব্রিড পেট্রোল ব্যবহার করা হয়েছে। অন্যদিকে একটি শক্তিশালী হাইব্রিড এবং একটি সিএনজি বিকল্পও রয়েছে।
ইঞ্জিনটি ১০৩ বিএইচপি এবং ১৩৮ এনএম টর্ক উৎপন্ন করে। তবে কাগজে কলমে এতে টর্কের অভাব থাকলেও এটি একটি পছন্দের ইঞ্জিন যা মসৃণ ও শহরের ব্যবহারের জন্য উপযুক্ত।
মারুতি সুজুকির ভিক্টোরিসের দাম শুরু হচ্ছে ভারতে ১০ লাখ ৪৯ হাজার রুপি থেকে এবং হাইব্রিডের জন্য ২০ লাখ রুপিরও কম লাগছে। মারুতির নতুন এই গাড়ি সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে হুন্ডাই ক্রেটাকে। এখন সময়ের অপেক্ষা, কে কাকে কতটা টপকাতে পারছে তা দেখার জন্য।
সূত্র: মারুতি সুজুকি, কার ওয়ালা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।