বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কমবেশি আক্রমণের শিকার হতে হয় সমস্ত জনপ্রিয় ব্যক্তিত্বদের। এদের হাত থেকে রেহাই পান না রাজনীতিবিদরাও। এবার এই তালিকায় নতুন সংযোজন ভারতের মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু, এই সাবেক অভিনেত্রী তথা বিজেপি সাংসদও চুপ করে আক্রমণ সহ্য করার পাত্রী নন।
অতীতেও তাঁর লড়াকু মনোভাব বিভিন্ন মহলে সমাদৃত হয়েছে। এই বারেও ট্রোলবাহিনীর জবাবে সরব হলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ (আমাকে যা খুশি প্রশ্ন কর) পর্ব রেখেছিলেন স্মৃতি। এক্ষেত্রে তাকে যে কোনও প্রশ্ন করতে পারেন সাধারণ মানুষ।
আর এই উদ্যোগেই এক ব্যক্তির প্রশ্ন ছিল, “আপনি কি আপনার বান্ধবীর স্বামীকে বিয়ে করেছেন?” এরপরেই জবাব দিতে আসরে নামেন স্মৃতি। তার স্বামী জুবিন ইরানির সাবেক স্ত্রী মোনা তার ছোটবেলার বন্ধু হতে পারে না, কারণ তিনি স্মৃতির থেকে ১৩ বছরের বড়, এই বিষয়টিকে সামনে রাখেন এই কেন্দ্রীয় মন্ত্রী।
স্মৃতি বলেন, “মোনা আমার থেকে ১৩ বছরের বড়। তাই তার আমার ছেলেবেলার বন্ধু হওয়ার প্রশ্নই ওঠে না।” পাশাপাশি স্বামীর প্রাক্তন প্রসঙ্গ টেনে তাকে আক্রমণের চেষ্টা করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্মৃতি।
তিনি বলেন, “মোনা আমার পরিবার। তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন। তাই তাকে টানবেন না অযথা। আমার সঙ্গে ফাইট করুন, তর্ক করুন। কিন্তু, এমন একজন সাধারণ নাগরিক যার রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই তাকে টানার কোনও প্রশ্ন নেই। তাকে সম্মান করতে শিখুন।”
উল্লেখ্য, ২০০১ সালে জুবিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্মৃতি। তাঁদের এক ছেলে এবং এক মেয়ে-জোহর এবং জইশ। জুবিন অতীতে মোনা ইরানিকে বিয়ে করেছিলেন এবং তাঁদের দুই সন্তান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।