আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলোচিত জোড়া লাগানো যমজ দুই বোন অ্যাবি হেনসেল ও ব্রিটানি হেনসেল বিয়ে করে আবার আলোচনায় উঠে এসেছেন। তবে দুজন নয়, একজন ব্যক্তিই তাদের স্বামী। তারা ২০২১ সালে জোশ বোলিং এর সাথে গাঁটছড়া বেঁধেছেন। ২০২৩ সাল পর্যন্ত তারা বিয়ের বিষয়টি গোপন রাখতে পেরেছিলেন। সম্প্রতি তারা তাদের বিয়ের ছবি টিকটকে প্রকাশ করেন। এরপর তাদের বিয়ের বিষয়টি জানাজানি হয়। পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে এ তথ্য।
৩৪ বছর বয়সী এই দুই বোন সবচেয়ে দীর্ঘজীবি। তারা ডাইসেফালিক প্যারাপাগাস সংযুক্ত জমজ সন্তান। ফটোগ্রাফের বামদিকে থাকা অ্যাবি এবং ডানদিকে থাকা ব্রিটানি ১৯৯৬ সালে মাত্র ৬ বছর বয়সে অপরাহ উইনফ্রে শোতে উপস্থিত হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৯০ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটায় দুই মাথা এবং এক শরীরে জন্মগ্রহণ করেন। মাইক হেনসেল ও প্যাটি হেনসেল তাদের বাবা ও মা। যখন অ্যাবি এবং ব্রিটানির জন্ম হয়েছিল, তখন তাদের বাবা-মা অস্ত্রোপচার করে দুজনকে আলাদা করার সিদ্ধান্ত নেন। কিন্তু ডাক্তাররা জানান, অপারেশন করা হলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এ কারণে তাদের বাবা-মা অপারেশন করার সিদ্ধান্ত থেকে সরে আসেন।
যদিও সংযুক্ত যমজ হিসাবে জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে হয়েছে তারপরেও তারা ১৬ বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হন। কলেজ থেকে স্নাতক হওয়া, ইউরোপে ভ্রমণ এবং শিক্ষাবিদ হওয়ার মতো লক্ষ্য অর্জন করতেও পিছপা হননি তারা।
অপরাহ উইনফ্রের সাথে কথোপকথনে ৬ বছর বয়সী দুই বোন কিভাবে কিছু জিনিস আলাদা করতে সক্ষম তা জানিয়েছিলেন। তারা ঘুম, খাওয়া এবং অবশ্যই কথা বলার বিষয়গুলো আলাদাভাবে করতে পারেন। শারীরিকভাবে অ্যাবি এবং ব্রিটানি পেটের নাভী থেকে নিচের দিকে যুক্ত হয়েছেন।
প্রফেসর নিক ফিস্ক, যিনি জন্মের পর থেকে যমজদের তদারকি করেন, তিনি ২০০৭ সালের ডকুমেন্টারি ‘এক্সট্রাঅর্ডিনারি পিপল: দ্য টুইনস হু শেয়ার এ বডি’তে ব্যাখ্যা করেছেন, তাদের প্রত্যেকের নিজস্ব হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী এবং একটি করে কিডনি রয়েছে। তবে তারা কোলন, মলদ্বার, প্রজনন অঙ্গ এবং মূত্রাশয় ভাগ করে নেন। তাদের শরীরের তাপমাত্রাও আলাদা। অ্যাবির শরীরের তাপমাত্রা ব্রিটানির চেয়ে বেশি।
প্রতিবেদনে বলা হয়, এই দুই বোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। বর্তমানে সংসারও করছেন তারা। পাশাপাশি শিক্ষকতার পেশায় আছেন দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় ও পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।