মঙ্গলেও নদী ছিল, প্রাণের অস্তিত্ব মিলেছে

মঙ্গলে নদী

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এক সময় লালমাটির গ্রহ মঙ্গলে নদী বয়ে যেত। এক কিংবা দুটো নয়, অনেক অনেক। তবে সঠিক সংখ্যা জানা যায়নি। সম্প্রতি এমন দাবিই করেছেন বিজ্ঞানীরা। মঙ্গলে অনুসন্ধান চালানো রোভার কিউরিয়াসিটি এমন তথ্যই দিয়েছে।

মঙ্গলে নদী

রোভার কিউরিয়াসিটির নমুনা পর্যবেক্ষণ করে সম্প্রতি বিজ্ঞানীরা জেনেছেন, মঙ্গলে এখন যে আগ্নেয়গিরির মুখ বা বড় বড় গর্ত রয়েছে, তা এক সময় নদী ছিল। আর সে নদীতে পানি থাকাটাই স্বাভাবিক। সেই পানি ছিল সুপেয়।

জিওফিজিক্যাল রিসার্চ লেটারস নামের একটি জার্নালে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। অনেকগুলো গর্ত পরীক্ষা করার পর একটি গঠন দাঁড় করিয়েছেন গবেষকেরা, যাতে নদীর উপস্থিতিই দেখা যায়।

ঘন ঘন পেট খারাপের আশঙ্কা? তাহলে যেসব খাবার এড়িয়ে চলবেন

গবেষক দলের একজন হলেন বেঞ্জামিন কারডেনাস। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, মঙ্গল একটি নদীর গ্রহ ছিল। পুরো গ্রহেই এমন প্রমাণ আমরা পেয়েছি। মঙ্গলের মাটির ক্ষয় সে কথাই বলছে।’