মার্শের ক্যারিয়ার সেরা ইনিংসে পাত্তাই পেল না বাংলাদেশ

মার্শের ক্যারিয়ার সেরা ইনিংস

স্পোর্টস ডেস্ক : মাত্র দুটি জয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। মিচেল মার্শের তাণ্ডবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরে নিজেদের শেষ ম্যাচে আবারো একপেশে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। একপেশে ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩০৭ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া জড়ো করে ফেলে ৪৪.৪ ওভারে।

মার্শের ক্যারিয়ার সেরা ইনিংস

পুনেতে একাদশে ২ পরিবর্তন নিয়ে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশে পরিবর্তন ছিল তিনটি। তবে স্কোয়াডে ভিড়লেও একাদশের শিকে ছিঁড়েনি এনামুল হক বিজয়ের।

বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। পাওয়ারপ্লের পুরোটা সময় কাটিয়ে ৭৬ রান জড়ো করেন উদ্বোধনী জুটিতে। দুজনই অবশ্য ৩৬ রান করে ফেরেন সাজঘরে। তামিম ৩৪ বলে ৩৬ রান করেন, লিটন মোকাবেলা করেন ৪৫ বল। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে তাওহীদ হৃদয় ধরেন দলের হাল। ৫৭ বলে ৪৫ রান করে থামে শান্তর অধিনায়কোচিত ইনিংস।

তার বিদায়ে ক্রিজে এসেই মাহমুদউল্লাহ রিয়াদ শুরু করেন মারকুটে ব্যাটিং। যদিও রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে ৩২ রান করেন ২৮ বলের মোকাবেলায়। হৃদয়ের সামনে শতকের সুযোগ থাকলেও ৭৯ বলে ৭৪ রান করে বিদায় নেন এই তরুণ। শেষদিকে মেহেদী হাসান মিরাজ ২০ বলে ২৯ রানের ক্যামিওতে রেখেছেন বড় ভুমিকা। এছারা মুশফিকুর রহিম করেন ২১ রান। সব মিলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। অজিদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।

জবাব দিতে নেমে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের ফায়দা তুলে দ্রুত রান জড়ো করতে থাকে অজিরা। যদিও ১২ রানেই বিদায় নিতে হয় ট্রাভিস হেডকে। দ্বিতীয় উইকেটে ১২০ রানের পার্টনারশিপ গড়েন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ৬১ বলে ৫৩ রান করে ওয়ার্নার বিদায় নিলে মার্শকে সঙ্গ দেন একাদশে ফেরা স্টিভ স্মিথ। 

‘খুব সহজে মানুষকে বিশ্বাস করে শ্রাবন্তী, তাই কষ্টও পায়’

মার্শ তার ক্যারিয়ার সেরা ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। ১৭৭ রানে অপরাজিত থাকার দিনে হাকান ১৭ চার ও ৯ ছক্কা, মোকাবেলা করেন ১৩২ বল। এছারা ৬৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন স্মিথ। ৪৪.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে বিশ্বকাপের সফলতম দলটি।