রাজধানীর পল্টনে গতকাল শুক্রবার মারধরের শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীরা। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের পোলো শার্ট পরা এক যুবক এক কর্মীকে মারধর করছেন। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। মেরুন রঙের পোলো শার্ট পরা ব্যক্তি কে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই মেরুন রঙের টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনেকেই দাবি করেন, নুরকে পিটিয়েছেন মিজানুর। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ভিডিওতে দেখা পোশাকধারী ব্যক্তি নুরকে নয়, ছাত্রনেতা সম্রাটকে মারধর করেছিলেন।
নুরের ওপর হামলার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে : প্রেস উইং
তিনি লিখেন, ‘লাল পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, সে নুরকে পেটায়নি। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।