ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেই বাজারে বড় পদক্ষেপ নিতে চলেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি। তাদের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক SUV Maruti eVX ২০২৫ সালের শেষ নাগাদ বাজারে আসবে। আগেই এর কনসেপ্ট মডেল উন্মোচিত হয়েছিল, এবার সেটিই আসছে প্রোডাকশন ভার্সনে।
SUV লুক ও ফিউচারিস্টিক ডিজাইন
Maruti eVX Electric SUV-এর ডিজাইন একেবারেই আধুনিক ও প্রিমিয়াম। এতে থাকবে তীক্ষ্ণ LED হেডলাইট, বদ্ধ ফ্রন্ট গ্রিল যা এরোডাইনামিক ক্ষমতা বাড়াবে, এবং কুপে-স্টাইল ছাদ যা এটিকে আলাদা লুক দেবে। দৈর্ঘ্যে প্রায় ৪.৩ মিটার, অর্থাৎ Hyundai Creta-এর সমান, তবে এটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ির আলাদা আভা তৈরি করবে। SUV-এর চেহারায় শক্তি, আভিজাত্য ও আধুনিকতার দারুণ মিশ্রণ থাকবে।
ব্যাটারি ও রেঞ্জ: এক চার্জে সর্বোচ্চ ৫৫০ কিমি!
Maruti eVX-এর সবচেয়ে বড় আকর্ষণ হবে এর রেঞ্জ। এতে থাকবে দুটি ব্যাটারি অপশন—একটি ৪৮ ভোল্টের ব্যাটারি (বাজেট মডেল), আরেকটি ৬০ ভোল্টের বড় ব্যাটারি (দীর্ঘ রেঞ্জের জন্য)। কোম্পানির দাবি অনুযায়ী, এক চার্জে গাড়িটি চলবে ৪০০ থেকে ৫৫০ কিমি পর্যন্ত। এছাড়াও থাকছে ফাস্ট চার্জিং ও হোম চার্জিং সাপোর্ট, ফলে শহর কিংবা হাইওয়ে—সব ক্ষেত্রেই এটি হবে ব্যবহারকারীদের জন্য কার্যকর।
ফিচারসমৃদ্ধ ইন্টেরিয়র
গাড়ির ইন্টেরিয়রও হবে ফিচার-সমৃদ্ধ। এতে থাকবে—
- বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম (Android Auto ও Apple CarPlay সাপোর্টসহ)
- সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে
- কনেক্টেড কার টেকনোলজি
- প্রিমিয়াম সিটিং অ্যারেঞ্জমেন্ট
- উচ্চতর মডেলে ADAS (Advanced Driver Assistance Systems)
নিরাপত্তার জন্য থাকবে মাল্টিপল এয়ারব্যাগ, এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল সহ উন্নত প্রযুক্তি।
লঞ্চ ও সম্ভাব্য মূল্য
Maruti eVX Electric SUV ২০২৫ সালের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে। গাড়িটির সম্ভাব্য প্রারম্ভিক মূল্য হবে প্রায় ১৫ লাখ টাকা এবং টপ মডেলগুলির দাম হতে পারে ২০–২২ লাখ টাকার মধ্যে। এর প্রতিদ্বন্দ্বী হবে Tata Nexon EV, MG ZS EV ও Hyundai Creta EV। মারুতির শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক ও বিশ্বাসযোগ্যতা একে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে একটি বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।