বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের সাশ্রয়ী দামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি নতুন ইলেকট্রিক গাড়ি আনছে। এই গাড়ির দাম হবে অনেকটাই হাতের নাগালে। মডেল মারুতি ইভিএক্স।
২০২৪ সালের শেষের দিকে মারুতি কোম্পানি তাদের প্রথম ইভি আনতে চলেছে বাজারে। ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থার পক্ষ থেকে এই প্রথম ইভির মডেল বাজারে নিয়ে আসা সত্যই একটি বড় পদক্ষেপ। একটি বড় কাজ।
মারুতির নতুন ইলেকট্রিক গাড়ির আকার অনেকটাই গ্র্যান্ড ভিটারার মত বড়। এর রেঞ্জ হবে ৫৫০ কিমি.র আশেপাশে এবং এর সঙ্গে ৬০ কিলো ওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি প্যাক থাকছে।
যদিও একেবারে প্রথমদিকের মডেলে ব্যাটারি প্যাক থাকবে খুবই ছোট, ইতিমধ্যেই এই গাড়ির নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তবে একথা দাবি রেখে বলা যায় যে মারুতির অন্যান্য সমস্ত গাড়ির ডিজাইনের থেকে মারুতি ইভিএক্স হয়ে উঠবে একেবারে স্বতন্ত্র, একেবারে আলাদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।