বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে বর্তমানে একাধিক SUV গাড়ি উপলব্ধ থাকলেও গ্রাহকদের সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম এমন স্বয়ংসম্পূর্ণ গাড়ি উপলব্ধ নেই। এমনিতেই জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ভারতের সাধারণ মানুষ। যার ফলে বিগত কয়েক বছরে বিক্রি কমেছে ডিজেল অথবা পেট্রোল ইঞ্জিনের গাড়ির। সেই জায়গা পূরণ করছে একাধিক সংস্থার দুর্দান্ত সব ইলেকট্রিক গাড়ি।
আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে যে সমস্ত SUV গাড়ি উপলব্ধ রয়েছে, সেগুলি সর্বোচ্চ 20-25 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তবে Maruti Suzuki সম্প্রতি এমন একটি গাড়ি লঞ্চ করতে চলেছে, যেটি অবলীলায় লিটার প্রতি তেলে 35-40 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সক্ষম হবে।
বিভিন্ন সূত্রের খবর অনুসারে, 2024-এর ফেব্রুয়ারিতেই জনপ্রিয় হ্যাচব্যাক Swift এর নিউ জেনারেশন মডেল নিয়ে আসবে মারুতি সুজুকি। জানা যাচ্ছে, মারুতির এই নতুন গাড়িটি Innova Hycross নির্ভর মাল্টিপারপাস ভেইকেল Engage হবে। যদি দুর্দান্ত এই গাড়িটি ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এতে 1.2 লিটারের তিন সিলিন্ডার যুক্ত পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ARAI-এর সার্টিফিকেট অনুযায়ী এই গাড়িটি প্রতি লিটার পেট্রোলে 35-40 কিমি রাস্তা পাড়ি দিতে পারবে। তাছাড়া এই গাড়িতে ডিজিটাল বৈশিষ্ট্য হিসেবে বিশাল আকৃতির ডিসপ্লে উপলব্ধ থাকবে। যার মাধ্যমে গাড়ির সমস্ত ইনফোটেনমেন্ট সিস্টেমের কাজ সম্পাদন হবে। এছাড়া এতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সাপোর্ট, সফটওয়্যার আপডেটের সুবিধা, সুজুকি ভয়েস অ্যাসিস্ট, নতুন ডিজাইনের চাকা, কালো রংয়ের পিলার, উপরে লাগানো স্পয়লার এবং নতুন বডি প্যানেল দেখতে পাওয়া যাবে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে এর প্রারম্ভিক মূল্য 5.99 লাখ থেকে 9 লাখ টাকা পর্যন্ত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।