বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মারুতি সুজুকির বেস্ট সেলিং কার ডেজায়ার। এই গাড়ির আপডেট ভার্সন আসছে এই মাসেই। এই সেডান কারের ফিচার ও ইঞ্জিন আপডেট পেতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই, এই আসন্ন গাড়ির মাইলেজের বিবরণ প্রকাশিত হয়েছে।
মারুতি সুজুকি ডিজায়ার মাইলেজ
মাইলেজের বিস্তারিত জানার আগে জেনে নেওয়া যাক ডেজায়ারের নতুন মডেলে কোন ইঞ্জিন দেওয়া যেতে পারে। এই গাড়িতে একটি নতুন ১.২ লিটার থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন যোগ করা যেতে পারে, মনে করিয়ে দিন যে এই বছরের শুরুতে লঞ্চ হওয়া নতুন সুইফটেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
ফেসবুক মনিটাইজেশনে আসছে পরিবর্তন, আয় বাড়বে আরও
এই ইঞ্জিন ৮০ বিএইপি শক্তি এবং ১১২ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্ট ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গেও লঞ্চ করা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই সেডানের ১.২ লিটার পেট্রোল ম্যানুয়াল ভ্যারিয়েন্ট এক লিটার তেলে ২৪.৭৯ কিলোমিটার মাইলেজ দেবে, ১.২ লিটার পেট্রোল অটোমেটিক ভ্যারিয়েন্ট এক লিটার তেলে ২৫.৭১ কিলোমিটার এবং ১.২ লিটার সিএনজি ম্যানুয়াল মাইলেজ দেবে। এছাড়া ভ্যারিয়েন্টটি ৩৩.৭৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
কবে বাজারে আসবে এই গাড়ি?
মারুতি সুজুকির নতুন মডেল ডেজায়ার ১১ নভেম্বর বাজারে আসবে। এখন এই গাড়ি কেনার জন্য প্রিবুকিং চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।