বিনোদন ডেস্ক : পর্দায় দেখানো যুদ্ধবিমানের মতোই ছুটছে টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’। উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি হারিয়ে দিয়েছে আলোচিত অ্যাভেঞ্জার্স সিরিজের ‘ইনফিনিটি ওয়ার’কে। খবর ভ্যারাইটি।
কয়েক দিন আগেই মার্ভেল কমিসের ফ্র্যাঞ্চাইজিটিকে হারানোর পূর্বাভাস দিয়েছিল বাণিজ্য বিশ্লেষকরা। তা-ই সত্য হয়েছে। এখন জানা যাচ্ছে, ‘ইনফিনিটি ওয়ার’-এর ৬৭ কোটি ৮০ লাখ ডলার আয়ের বিপরীতে ‘টপ গান টু’ স্থানীয় বাজার থেকে তুলে নিয়েছে ৬৭ কোটি ৯০ লাখ ডলার।
এর মাধ্যমে উত্তর আমেরিকার বক্স অফিসে ষষ্ঠ সর্বোচ্চ আয়ের স্থানটি নিজের করে নিলো ১৯৮৬ সালের ‘টপ গান’ সিক্যুয়াল।
গত এক দশক ধরে হলিউডে আধিপত্য বিস্তার করছে মার্ভেল সুপারহিরোরা। প্রতিটি ছবিটি ভেঙে দিচ্ছিল পুরোনো রেকর্ড। ২০১৮ সালের ‘ইনফিনিটি ওয়ার’ ছিল সব সুপারহিরোদের নিয়ে বড় আয়োজন। যার ফলশ্রুতিতে পরের বছরে হলিউড পায় শীর্ষ আয়ের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’।
এ সব কারণে ‘ইনফিনিটি ওয়ার’কে স্থানীয় বাজারে হারিয়ে দেওয়া অনেক বড় ঘটনা। এ ছাড়া করোনা পরবর্তী সময়ে সবচেয়ে বড় সিনেমাও ‘টপ গান: ম্যাভেরিক’। তবে সবচেয়ে বেশি মানতে হবে সব টম ক্রুজের কারিশমা।
‘টপ গান টু’ চলতি সপ্তাহেও আমেরিকার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আপাতত বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আরো কিছুদিন প্রযোজকের পকেটে টাকা আসবে নিশ্চিত।
আগামী নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের আরেক প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থার: ওকান্ডা ফরএভার’। ডিসেম্বরে আসবে ‘অ্যাভাটার টু’। বছরের হিসেবে এ দুটি সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’-এর পরবর্তী প্রতিদ্বন্দ্বী।
‘টপ গান: ম্যাভেরিক’-এর আন্তর্জাতিক আয়ও খারাপ না, ৭০ কোটি ডলার। চীন ও রাশিয়ার মতো প্রধান বাজার ছাড়া এত টাকা তুলে নেওয়াও একটি রেকর্ড বলা যায়। বৈশ্বিক ১৩৭ কোটি ডলার আয় করে সিনেমাটি এখন শীর্ষ আয়ের ১৩তম অবস্থানে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।