বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছেন জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল। তবে প্রায় সময়ই তাঁর নামে ভুয়া আইডি খুলছে একটি কুচক্রী মহল। বলতে গেলে, ফেসবুকে মারজুক রাসেলের নামে ভুয়া আইডির ছড়াছড়ি। এর আগে এ নিয়ে গণমাধ্যমে প্রায়ই কথা বলেছেন তিনি। মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও। কিন্তু সেই ভুয়া আইডির ষড়যন্ত্রকারীরা থামছে না, বরং একের পর এক পেজ খুলেই যাচ্ছে। ফলে বিভ্রান্তিতে পড়ছেন অভিনেতার বেশির ভাগ অনুসারী। সম্প্রতি তা আরও বেড়েছে!
গত ৯ জানুয়ারি মারজুক রাসেলের ভুয়া আইডি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে নিয়ে দেওয়া একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপর আজ শনিবার একাডেমিক পাঠ্য বইয়ের ছবি দিয়ে ধর্মীয় বিষয় সংক্রান্ত একটি পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। লক্ষ্য করে দেখা গেছে, এসব পেজ থেকে নিয়ম করে পোস্টও দিচ্ছে ওই কুচক্রের সদস্যরা। যদিও এই আইডিগুলোর একটিও মারজুক রাসেলের নয়।
এ বিষয়ে গণমাধ্যমে মারজুক রাসেলের ভাষ্য, ‘যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে, যারা আমাকে চেনে, যারা আমার লেখা পড়ে, তারা জানে সেসব আমার নয়। হ্যাঁ, অনেকেই বিভ্রান্ত হচ্ছে এটাও আমি জানি। তাদের বলব, বিভ্রান্ত হবেন না।’
সূত্রের মাধ্যমে জানা গেছে, ‘ত্যালফ্যাল ছাড়া, যে রান্ধে—’, ‘হাওয়া দেখি, বাতাস খাই—মারজুক রাসেল’, ‘মারজুক রাসেলের জিনিস―গোল্লা’, ‘পাশা ভাই’, ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’, ‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো—মারজুক রাসেল’ নামের পেজগুলোতে সক্রিয় মারজুক রাসেল। এগুলো তাঁর বিষয়ভিত্তিক অনিয়মিত পেজ। এ ছাড়া সম্প্রতি তিনি তাঁর নামে নতুন একটি পেজ খুলেছেন। যেখানে ইন্ট্রোতে লেখা রয়েছে, ‘মারজুক রাসেল ইজ আ বাংলাদেশি পোয়েট, লিরিসিস্ট, অ্যাক্টর…’। এই পেজগুলো ছাড়া অন্যসব পেজ ভুয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।