বিনোদন ডেস্ক : সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মাসাবা গুপ্তা। তিনি বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের মেয়ে। গত সপ্তাহে দীর্ঘ দিনের প্রেমিক ও অভিনেতা সত্যদীপ মিশ্রের সাথে গাঁটছড়া বাঁধেন মাসাবা।
বিয়ের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে মা নীনা গুপ্তা, সৎ পিতা-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরা এবং তার জন্মদাতা পিতা ভিভিয়ান রিচার্ডস এর ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাসাবা।
মা নীনা গুপ্তার ছবি শেয়ার করে ছবির নোটে মাসাবা লিখেছেন, “সবচেয়ে মধুর জিনিস। আমাকে সিংহী (সিংহের ইমোজি) হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ।”
মাসাবা তার মায়ের বর্তমান স্বামী ও সৎ পিতা বিবেকের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আপনারা আমার মধ্যে যে ভদ্র উদ্যোক্তার গুণ দেখতে পাচ্ছেন, তার সবই এই মানুষটির সৌজন্যে। একজন দয়ালু, মেধাবী ও সবচেয়ে দানশীল হৃদয়ের অধিকারী।
সর্বশেষ নিজের জন্মদাতা পিতা ভিভিয়ান রিচার্ডস এর ছবি শেয়ার করে বাবার উদ্দেশ্যে ছবির নোটে মাসাবা লিখেছেন, “আমার ভয়ঙ্কর বাবা। একজন ভদ্র ও বিশালদেহী মানুষ। আমি খুবই আনন্দিত যে আমি শুধু আপনার নাকই নয়, আপনার কাঁধও পেয়েছি। যে কাঁধে আপনি গোটা পৃথিবী তুলে নিয়েছিলেন এবং একজন যোদ্ধা হয়ে ওঠতে পেরেছিলেন।”
অন্য একটি পোস্টে মাসাবা ভিভিয়ান এবং নীনার সাথে একটি পারিবারিক ছবিও শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “প্রথমবারের মতো আমার পুরো পৃথিবী একত্রিত হয়েছে। এটাই আমরা। আমার সুন্দর পরিবার।”
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন নীনা গুপ্তা। ১৯৮৮ সালে এই জুটির ঘরে জন্ম নেন মাসাবা। তবে দুজনের সম্পর্কের পূর্ণতা না পেলেও মাসাবাকে একাই লালন পালন করেন মাসাবা। ২০০৮ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। গত সপ্তাহে পরিবারের উপস্থিতিতে এক পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে অভিনেতা সত্যদীপকে বিয়ে করেন মাসাবা। বিয়েতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসও হাজির ছিলেন। মেয়ের বিয়েতে ভিভ রিচার্ডসের উপস্থিতি বাড়তি উন্মাদনা তৈরি করেছিল। বিয়ে সম্পন্ন করে দেশে ফিরে যান রিচার্ডস।
সূত্র : হিন্দুস্তান টাইমস
মান্নতে স্ত্রী গৌরী ছাড়াও শাহরুখের সঙ্গে থাকেন আরেক মহিলা, কে সেই নারী?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।