মাশরাফীর স্কুটিতে চড়লেন সাকিব

সাকিব

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে মাশরাফি বিন মুর্তজা এসেছিলেন হলুদ রঙের একটি স্কুটিতে চড়ে। আর সেটি দেখে যেন চড়ার লোভ সামলাতে পারলেন না জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাবেক অধিনায়কের স্কুটিতে ঠিকই ওঠে বসেন সাকিব। যেন একটু বাজিয়ে দেখা, দেখি তো কেমন এটা!

সাকিব

বুধবার (১২ এপ্রিল) সাকিব ও মাশরাফি এসেছিলেন বিসিবিতে। যদিও সাকিব এসেছিলেন কালো রঙের একটি মাইক্রোতে চড়ে। অন্যদিকে মাশরাফি এসেছিলেন ওই স্কুটিতে চড়ে। বিসিবি কার্যলয় ছাড়ার আগে অবশ্য আলাদা করে সাকিব এবং মাশরাফিকে দেখা যায় কোনো একটি বিষয়ে নিয়ে আলোচনা করতে।

এদিকে জাতীয় দলের ব্যস্ততা শেষ হলেও সাকিব খেলে চলেছেন ডিপিএলে। চলমান এই আসরে সাকিব খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। যদিও গুঞ্জন ছিল গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবেন না সাকিব। তবে দলটির ক্রিকেট কমিটির সদস্য সচিব জিএম সাব্বির সাকিবের খেলা নিয়ে বলেন, ‘মোহামেডানের হয়ে পরবর্তী সবগুলো ম্যাচেই খেলবেন সাকিব।’

আম্রপালির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, ভিডিও দেখে হুঁশ উড়ল ভক্তদের

ঈদের আগে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল পর্যন্ত। ধারণা করা হচ্ছে সেই পর্যন্ত দেশেই থাকছেন সাকিব। এরপর যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে পাড়ি জমাতে পারেন তারকা এই ক্রিকেটার। এর আগে ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তির সময় সাকিব বলেছিলেন, ‘ইচ্ছা আছে সবগুলো ম্যাচ খেলার, বাকিটা দেখা যাক।’