স্পোর্টস ডেস্ক: চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আজ মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টস জিতে খেলাঘরকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাশরাফি শিকার করেন ৪টি উইকেট। ম্যাশের প্রথম শিকার হাসানুজ্জামান।
এরপর ৪৮তম ওভারে খেলাঘরের সংগ্রহ যখন ১৯৮, ইফতেখারকে আউট করে দ্বিতীয় শিকার ধরেন মাশরাফি। পরের বলেই মাসুম টুটুলকে আউট করে হ্যাটট্রিকের সম্ভবনা তৈরি করেন।
শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি মাশরাফির। ওই ওভারের শেষ বলে নুর আলমকে আউট করে ইনিংসে নিজের চতুর্থ উইকেট শিকার করেন। অর্থ্যাৎ ৪৮তম ওভারের শেষ চার বলে ম্যাশের শিকার তিন উইকেট। চার উইকেট নিতে ম্যাশ করেছেন ৮ ওভার, দিয়েছেন ৩৮ রান।
খেলাঘরের ইনিংস থেমে গেছে ১৯৮ রানেই। মাশরাফি ছাড়াও বল হাতে আলো ছড়িয়েছেন আরেক পেসার চিরাগ জানি। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।