বিনোদন ডেস্ক : ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলতে বলতে দারুণ উচ্চতায় পৌঁছে গেল মেগাসিরিয়াল ‘মাশরাফি জুনিয়র’। মহান স্বাধীনতা দিবসের (২৬ মার্চ) মাহেন্দ্রক্ষণে প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিকের ১০০০তম পর্ব। সপ্তাহে ৬ দিন প্রচারিত, প্রতিদিনের ধারাবাহিক হিসেবে এর আগে কেবল ‘মান অভিমান’ই পার করেছিল এই মাইলফলক। কাজী মিডিয়ার প্রযোজনায় সেটিও প্রচারিত হয়েছিলো দীপ্ত টিভিতেই।
এদিকে, ২০২০ সালের নভেম্বর থেকে গেল চার বছর ধরে এক নারী ক্রিকেটারের উত্থান-পতনের গল্প বলে যাচ্ছে মাশরাফি জুনিয়র। দীর্ঘসময় ধরে দর্শকপ্রিয়তা আর সাফল্যের ধারা অব্যাহত রেখে ইতিমধ্যে নাটকটি স্থাপন করেছে অনন্য দৃষ্টান্ত।
স্বপ্নের মতো গ্রাম মোহনপুরে মায়ার বাঁধনে জড়িয়ে থাকা ভাইবোন মণি আর মন্ডার গল্প দিয়ে শুরু হয়েছিল মাশরাফি জুনিয়রের পথচলা। ভাইকে হারিয়ে শহরে কাজ করতে আসা মণিকে আবারও ভাগ্যদোষে ফিরে যেতে হয় গ্রামেই। তবে আয়ানের বন্ধুত্ব আর ভাইকে দেওয়া কথা রাখতে মণিকে ফিরতে হয় শহরেই। আয়ানকে সারাজীবনের সঙ্গী হিসেবে পেয়েও যেন নিজের বলার মতো পরিচয় খুঁজে পাচ্ছিল না মণি। শাশুড়ি রুনার চোখরাঙানি আর ক্রিকেটের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে মণি অবশেষে স্বপ্নপূরণের অপেক্ষায়। জাতীয় দলের ডাকের অপেক্ষায় সে। দেশের একজন প্রয়োজনীয় খেলোয়াড় হয়ে পুরো বিশ্বে নিজের পরিচয় মেলে ধরাই মাশরাফি জুনিয়র অর্থাৎ মণির লক্ষ্য।
আহমেদ খান হীরকের গল্পে এই ধারাবাহিকের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নামভূমিকায় দর্শকনন্দিত সাফানা নমনিসহ আরও অভিনয় করেছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমরসহ অনেকে। নাটকের লাইন প্রোডিউসার কিশোর খন্দকার।
প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারের আগেই মাশরাফি জুনিয়র দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। এ ছাড়া দীপ্ত ইউটিউব আর ফেসবুকে তো নাটকটি থাকছেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।