স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারে সুবর্ণ সময় পার করছেন তাসকিন। তাসকিন আহমেদের হাতের মুঠোয় এখন সুসময়। বলে তার আগুন ঝরে। বাংলাদেশের পেস ইউনিটের যে উত্থান তার ভীতটা অনেকটাই মজবুত করেছেন তাসকিন। জাতীয় দলের খেলা থাকায় তাকে না বলতে হয়েছে আইপিএলকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এবার বললেন ভিন্ন কথা।
জাতীয় দলের জন্য আইপিএলকে না বলা তাসকিনকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন ম্যাশ। আজ রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর ব্যাখ্যা হিসেবে মাশরাফি বলেন, অবশ্যই তাসকিনকে পুরস্কার দেওয়া উচিত। আপনি যদি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দিকে তাকান, তাহলে দেখবেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কিন্তু তাদের সবসময় ক্ষতিপূরণ দেয়। তাদের এই পুরস্কারটা দেওয়া হয়। যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদের নূন্যতম পুরস্কার দেওয়া হয়।
বিষয়টি ক্রিকেটারের ওপর ইতিবাচক প্রভাব ফেলে জানিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, তখন ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে, তারা ভাবে বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত থাকে ক্রিকেটাররা।
গত ২৩ মার্চ সেঞ্চুরিয়নে ইতিহাস গড়া সিরিজ জয়ে ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন পেসার তাসকিন। এরই মধ্যে তাসকিনকে ভারতে আইপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সরাসরি ফোন করেন গৌতম গম্ভীর। কিন্তু বিসিবির অনুমতি না মেলায় আইপিএল খেলার সুযোগ হাতছাড়া হয় তাসকিনের।
দক্ষিণ আফ্রিকায় খেলা থাকায় তাসকিনকে আইপিএলে খেলতে দিতে নারাজ বিসিবি। কারণ লক্ষ্ণৌ তাসকিনকে পুরোটা সময় জুড়ে চায়। এই শর্ত মানতে গেলে সাউথ আফ্রিকা সিরিজে টেস্ট খেলতে পারবেন না তাসকিন। ফলে পেস বান্ধব উইকেটে একটু অসুবিধাতে পড়তে হবে বাংলাদেশকে। বিসিবি সেই ঝুঁকি নিতে চায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।