Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ‘মাশরাফী ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করবি’ বলেই হা.ম.লা
    খুলনা বিভাগীয় সংবাদ রাজনীতি

    ‘মাশরাফী ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করবি’ বলেই হা.ম.লা

    Shamim RezaOctober 30, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : নড়াইল-২ আসনে প্রার্থিতা ঘোষণায় হামলার শিকার হয়েছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

    Mas

    ‘মাশরাফী ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করবি?’ বলে জামায়াত নেতা বাচ্চুর ওপর হামলা চালায় জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীরা। ঠেকাতে এসে জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারও হামলার শিকার হন। ওই দিন তাদের মাথায় ও মুখে পিস্তল ঢুকিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল ছাত্রলীগ নেতারা।

    সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন অভিযোগ তুলেছেন আতাউর রহমান বাচ্চু।

    ভয়ানক সেই স্মৃতি উল্লেখ করে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু সম্প্রতি তার ফেসবুক আইডিতে একটি লেখা পোস্ট করেছেন। এতে জেলা জামায়াতের দুই শীর্ষ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল এবং সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুলসহ কয়েকজনের বিরুদ্ধে।

    আতাউর রহমান বাচ্চুর ফেসবুক পোস্ট তুলে ধরা হলো:

    মাশরাফী ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করবি?
    ২০২২ সালের ২০ অক্টোবর লোহাগাড়া উপজেলার ইতনা ইউনিয়নের একটি সীরাত মাহফিল থেকে জেলা সদরে ফেরার সময় রাত ৯টায় শহরের গা ঘেঁষে বহমান চিত্রা নদীর তীরে চা পানের উদ্দেশ্য বসলাম। কিছুক্ষণের মধ্যেই দেখি কিছু যুবক ছেলে এসে সিগারেট হাতে নিয়ে অস্বাভাবিক অবস্থায় আমার সামনে বসলো। একটি ছেলে বলল, আমাকে চেনেন? আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি নীল। আমি বললাম, ও আচ্ছা। তোমার নাম শুনেছি কিন্তু সরাসরি দেখা হয়নি। তারপর সে নিজের ফেসবুক আইডিতে ঢুকে আমার একটি ছবি বের করে বলল, আপনি কি এমপি নির্বাচন করবেন?

    আমি বললাম, হ্যাঁ, আমার সংগঠন আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। পরিবেশ হলে অবশ্যই করব। সে বলল, আপনাদের নিবন্ধন নেই কিভাবে নির্বাচন করবেন? আমি বললাম, নিবন্ধন ফিরে পাব আশা করি, আর না হলে স্বতন্ত্র করব। তারপর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মুকুল ও অন্যরা কয়েকজন ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, মাশরাফী ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করবি এত সাহস কথা থেকে আসে, তোকে অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু পাই না। এই বলেই হাত থেকে ফোনটা নিয়ে মাটিতে আঘাত করে ভেঙে ফেলল এবং আমাকে চায়ের দোকান থেকে ধরে নিয়ে পাশে নির্জন স্থানে নিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আঘাতের পর আঘাত। মুকুল অস্ত্র মাথায় ধরে বলল, আর নির্বাচনের কথা বলবি কিনা?

    আমি বললাম, আমার সংগঠন যে নির্দেশ দেয় আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেটা বাস্তবায়নের চেষ্টা করব। ইতোমধ্যে জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ ভাই সেখানে উপস্থিত হয়ে কড়া ভাষায় প্রতিবাদ করে তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে। তখন তারা ওবায়দুল্লাহ ভাইয়ের ওপর আক্রমণ শুরু করল। একপর্যায়ে মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে গুলি করতে উদ্যত হলো। অন্য আরেকজন পিস্তলের বাট দিয়ে ওবায়দুল্লাহ ভাইয়ের মাথায় প্রচণ্ড আঘাত করল। বুঝে ওঠার আগেই কিছুক্ষণের মধ্যেই ঘটনাগুলো ঘটে গেল। পরবর্তীতে স্থানীয় জনতা ও দোকানদারদের প্রতিরোধের মুখে তারা পিছু হটলো। রক্তাক্ত দেহ ও ছেঁড়া জামা-কাপড় নিয়ে বাসায় এসে পৌঁছালাম। এ ঘটনা তখন শুধুমাত্র জেলার কয়েকজন দায়িত্বশীল জানতেন। পরিবেশ এমন ছিল অন্য সকল জনশক্তি জানতে পারলে তারা হয়তো প্রতিশোধ নেয়ার জন্য তৎপর হয়ে উঠতো এবং পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের রোষানলের স্বীকার হতো। সেদিন শুধুমাত্র মহান রবের নিকট বিচার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আশার চেয়ে প্রাপ্তি একটু বেশিই হয়ে গেছে। নিশ্চয় মহান আল্লাহ ন্যায় বিচারক।

    সেদিনের প্রত্যক্ষদর্শী প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ একাধিক দোকানি জানান, তারা ঘটনাস্থলে ছিলেন। জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার সে রাতে চিত্রা সেতু (শেখ রাসেল সেতু) এলাকায় বসে চা পান করছিলেন। হঠাৎ সেখানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল ও সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুলসহ ১০ থেকে ১৫ জন ছেলে এসে তাদের দু’জনকে মারতে মারতে ঝোঁপের আড়ালে নিয়ে যায়। একপর্যায়ে আতাউর রহমান বাচ্চু ও ওবায়দুল্লাহ কায়সারকে গুলি করতে পিস্তল ঠেকায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাদের রক্ষা করেন। জেলা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থল থেকে চলে যায়।

    এদিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু বলেন, ‘এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।’

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, ‘জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুলসহ অন্যরা একাধিকবার আমার (মনিরুল) বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বিষয়টি নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফী বিন মর্তুজাকে জানালেও তিনি কোনো কর্ণপাত করেননি।’

    তবে এসব অভিযোগের ব্যাপারে মাশরাফী বিন মর্তুজার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীলসহ অন্যদেরও বক্তব্য পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ছাত্রলীগ নেতারা আড়ালে চলে গেছেন। মাশরাফীসহ তাদের নামে একাধিক মামলাও হয়েছে।

    জ.রা.য়ুমুখে ক্যা.নসার প্রতিরোধের টি.কা নিয়ে ৬০ শিক্ষার্থী অসুস্থ

    তবে আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল ও সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুল একটি গণমাধ্যমকে বলেন, ‘জেলা জামায়াতের আমিরের ফেসবুক পোস্টটি ঠিক নয়। তারা এ ঘটনার সাথে জড়িত নন।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    করবি খুলনা নির্বাচন বলেই বিভাগীয় বিরুদ্ধে ভাইয়ের, মাশরাফী মাশরাফী ভাই রাজনীতি সংবাদ হা.ম.লা,
    Related Posts
    কোরাল

    কুয়াকাটায় ৪৪ কেজির দুই কোরাল ৬৬ হাজারে বিক্রি

    September 8, 2025
    চরমোনাই পীর

    দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশ ছাতা ধরবে, এর জন্য মানুষ জীবন দেয়নি: চরমোনাই পীর

    September 8, 2025

    ঝটিকা মিছিল করলেই কঠোর ব্যবস্থা, ‘মনিটরিং’ জোরদার করবে সরকার

    September 7, 2025
    সর্বশেষ খবর
    Roblox Innovation Awards

    Grow a Garden Dominates Roblox Innovation Awards with Record Wins

    Why Dan Tana’s Farm-to-Table Approach Set a New Standard

    Hollywood Icon Dan Tana, Legendary Restaurant Founder, Dies at 90

    ১১৮ বছর বয়সেও ইমামতি

    ১১৮ বছর বয়সেও মসজিদে ইমামতি করছেন ক্বারী মজিদ মোল্লা

    এলইডি স্ক্রিন

    স্বচ্ছতা নিশ্চিতে ভোটকেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা

    Nate Bargatze Emmy Host

    Nate Bargatze to Host Emmy Awards with Signature Clean Comedy

    MTV VMAs Winners

    MTV VMAs Winners: Lady Gaga and Rosé Secure Major Awards

    Downton Abbey The Grand Finale Release

    Downton Abbey The Grand Finale Release Marks End of an Era for Beloved Series

    Apple Watch SE 3

    Apple Watch SE 3 Set for Major Reveal at Apple’s September Event

    Ja'Quan Snipes

    Ja’Quan Snipes Delivers Game-Winning Touchdown for Hampton in Nail-Biting Finish

    Trump U.S. Open

    Trump’s U.S. Open Appearance Sparks Loud Boos and Major Security Delays

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.