জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় মাছির আচরণ দেখে দুটি লাশের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। বুধবার বিকাল সাড়ে ৪টার পরে দুটি লাশ উদ্ধার শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব জানান।
আক্তারুজ্জামান বলেন, উদ্ধার অভিযান চালানোর সময় আমরা বেজমেন্টে দেখতে পাই মাছি ভনভন করছে। তখন আমরা ডগ স্কোয়াড টিমকে খবর দেই এবং তাদের মাধ্যমে নিশ্চিত হয়েছি সেখানে লাশ আছে। পরে আমরা অভিযান চালিয়ে দুটি লাশ উদ্ধার করতে সক্ষম হই।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমাদের অভিযান শেষ হয়নি। এখনও অভিযান চলছে এবং যতক্ষণ সম্ভব আমরা অভিযান চালাবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।