স্পোর্টস ডেস্ক : ডেঙ্গু থেকে সেরে উঠে আহমেদাবাদে পৌঁছেছেন শুভমান গিল। মাস্ক পরে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় ভারতীয় তারকাকে।
অসুস্থতার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালেও ভর্তি করতে হয় শুভমানকে। তবে আহমেদাবাদ পৌঁছলেও পাকিস্তান ম্যাচে ভারতীয় ওপেনার আদৌ খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
আগামী শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও পাকিস্তান।
গতকাল বুধবার চেন্নাই থেকে আহমেদাবাদ পাঠিয়ে দেওয়া হয় শুভমানকে। রাতে বিমানবন্দরে পৌঁছান তিনি। ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বের হচ্ছেন ভারতীয় ওপেনার। তাকে দেখে একেবারে সুস্থ বলেই মনে হচ্ছে। পাক ম্যাচে শুভমান খেলবেন বলেই আশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
লঞ্চ হবার আগেই ফাঁস হলো ভিভোর নতুন ফোনের স্পেসিফিকেশন, থাকছে দুর্ধর্ষ সব ফিচার
তবে বিশেষজ্ঞদের অনুমান, আপাতত সুস্থ হলেও পাকিস্তানের বিরুদ্ধে হয়ত খেলতে পারবেন না ওপেনার। কারণ ডেঙ্গু থেকে সেরে উঠে দীর্ঘসময় ধরে ফিল্ডিং বা ব্যাটিং করা খুবই কঠিন। তবে পরের ম্যাচ থেকে ফের চেনা ছন্দে দেখা যাবে তারকা ওপেনারকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।