আশরাফুল ইসলাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী কাচি প্রতীকের মোহাদ্দেস হোসেন এর পক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণীপেশার কয়েক সহস্রাধিক মানুষ বিশাল মিছিল ও জনসমাবেশ করেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল থেকে এই প্রচারণা শুরু হয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন এর পক্ষে। মিছিলটি উপজেলার থানা রোড এলাকা থেকে শুরু হয়ে ঢুলিভিটা বাস স্টেশন হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে কুমড়াইল শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত একটি সমাবেশ আয়োজন করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা এতে ধামরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী কমিশনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। তারা কাঁচি প্রতীকে ভোট চেয়ে সমাবেশ সমাপ্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।