বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান। একসময় দেশের টিভি এবং মঞ্চ নাটকে সমানতালে কাজ করেছেন তিনি। অভিনয় জগতে দাপুটে বিচরণ ছিল অভিনেতার। বর্তমানে ৯৪ বছর বয়সী ব্যস্তময় এ অভিনেতার সময় কাটে হুইল চেয়ারে বসে।
এখনও ইচ্ছে থাকলেও আগের মতো অভিনয়ে কাজ করা হয় না তার। তবে ইচ্ছা করে অভিনয় করতে। যদি হুইল চেয়ারে বসে অভিনয় করার তেমন সুযোগ পেতেন তাহলে সেভাবেই অভিনয় করতেন বলে জানান ‘মাটির ময়না’ খ্যাত অভিনেতা। কিন্তু সাধ জাগলেও এখন আর সেই সুযোগ নেই। তাই রাজধানীর গ্রিন রোডে নিজের বাসাতেই হুইল চেয়ারে বসে সময় কাটিয়ে দেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা জানিয়েছিলেন, ‘দীর্ঘদিনের কর্মস্থলের অনেকের সঙ্গেই তার দেখা করতে ইচ্ছা করে, আড্ডায় মেতে উঠতে ইচ্ছা করে । ওই সময় তার খুব ইচ্ছে হয়েছিল অভিনেত্রী দিলারা জামান, অপি করিমকে এবং তানভীন সুইটিকে দেখার। কারণ, বর্তমানে এই তিনজনই নিয়মিত খোঁজ রাখেন ‘একান্নবর্তী’ খ্যাত এ অভিনেতার।
আর এ খবর শোনা মাত্রই সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে মাসুদ আলী খানের বাসায় হাজির হন জনপ্রিয় এই তিন অভিনেত্রী। হঠাৎ তাদেরকে একসঙ্গে দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। দিলারা জামান জানান, আমাদের পরম শ্রদ্ধার একজন মানুষ মাসুদ ভাই। আমি সময় সুযোগ পেলে আবারও তাকে দেখতে যাব।
অভিনেত্রী সুইটি বলেন, অনেকদিন পর এমন কিংবদন্তি শিল্পীর সান্নিধ্য পেয়ে আমরা খুবই খুশি। এমন মানুষের সঙ্গে বরাবরই সময় কাটাতে ইচ্ছা করে। তাকে সময় দিতে পেরে নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছি।
দীর্ঘদিনের সহকর্মীদের কাছে পেয়ে আনন্দিত হয়ে তিনি বলেন, অনেক দিন পর তাদেরকে একসঙ্গে দেখে কী যে ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হচ্ছিল অনেক দিন পর তাদের সঙ্গে ঈদের আনন্দের মতো সময় কাটালাম আমি। এমন উদ্যোগের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিল্পীদের প্রতি তাদের এমন আন্তরিকতা এবং ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম। অপি করিম জানান, আমি তো ওনাকে আগে থেকেই বাবা বলে ডাকি।মাঝে মধ্যেই তার খোঁজখবরও নিই। দীর্ঘদিন পর বাবার সঙ্গে সময় কাটিয়ে অনেক ভালো লাগল আমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।