জুমবাংলা ডেস্ক : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে পাওয়া যাচ্ছে গাছপাকা আম। পরিমাণে কম হলেও দাম বেশ চড়া।
আকারভেদে প্রতি কেজি গাছপাকা গোপালভোগ আম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিদরে। গুটি জাতের গাছপাকা আম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা দরে। জেলার বিভিন্ন বাজার এবং রাস্তার মোড়ে খুচরা বিক্রেতাদের এই আম বিক্রি করতে দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, এখনো আম পাড়ার সময় হয়নি। তবে কিছু আমে কেবল পাক ধরেছে। একটা-দুইটা করে পাওয়া যাচ্ছে। এর মধ্যে শুধু গোপালভোগ আর গুটি জাতের আম। আমের ভরা মৌসুম শুরু হতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এ বছরে প্রাকৃতিক কারণে আমের ফলন কম।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, এ বছর আমের অফ ইয়ার। সে কারণে গাছে আম কম এসেছে। তুলনামূলকভাবে ফলন কম হবে। তবে চাহিদা বেশি থাকায় অন্যান্য বছরের তুলনায় এ বছর আমের দাম ভালো পাবেন কৃষক।
পরপর দুই বছর করোনা মহামারির কারণে ভালো ফলন পেয়েও কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পাননি আম চাষিরা। এবার সেই ক্ষতি খানিকটা হলেও পুষিয়ে নিতে পারবে মনে করছেন তারা।
এদিকে প্রতি বছর আম পাড়ার নির্দিষ্ট দিন-তারিখ বেঁধে দিলেও গত তিন বছর ধরে সেটা মানা হচ্ছে না। গাছে আম পাকা শুরু হলেই পাড়া যাবে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম জানান, তারিখ মেনে আম পাড়ার নিয়মটা থাকছে না। পরিপক্ব হলেই আম পাড়া যাবে। আবহাওয়ার কারণে অনেক সময় আম আগে অথবা পরে পাকে। গাছে আম পাকা শুরু হলেই কৃষক পাড়বেন।
তিনি আরও বলেন, অপরিপক্ব আম বাজারজাতকরণ বা আমে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের বিষয়ে আম ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করা হয়েছে। কেউ এ নিয়ম না মানলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, জেলায় ৩৮ হাজার হেক্টর আমের বাগান আছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।