মাঠ কাঁপাচ্ছেন ভাই, নেট কাঁপাচ্ছেন বোন

ভাই বোন

বিনোদন ডেস্ক : আবারও খবরের শিরোনামে মালতি চাহার। বলিউড ও গ্ল্যামার দুনিয়ার এই পরিচিত সুপার মডেলের আরও একটি পরিচয় তিনি টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার দীপক চাহার বোন। দেখে নিন মালতি চাহারের বিভিন্ন দিক।

ভাই বোন

বিয়ের অনুষ্ঠানের পর দাদা দীপক ও বৌদি জয়া ভরদ্বাজের সঙ্গে মালতি।

মহেন্দ্র সিং ধোনিকে অন্যতম ফলোয়ার হলেন এই গ্ল্যামার গার্ল। বলিউডে এখনও বিশেষ কিছু করতে পারেননি। যদিও এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ।

খুব দ্রুত বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন মালতি। তার প্রথম সিনেমা ‘ইশক পশমিনা’।

দীপকের মতো তার ভাই রাহুলও ক্রিকেটার। সেইজন্য মালতিও ক্রিকেটের প্রতি পাগল।

পদ্মা সেতুর কারণে দেশে বাড়ছে ইন্টারনেটের গতি