মাথা ন্যাড়া করার ২ সুবিধা, যা আপনি জানতেন না

মাথা ন্যাড়া নারী

লাইফস্টাইল ডেস্ক : ছোটবেলা মা-বাবা তাদের সন্তানের মাথা ঘন ঘন ন্যাড়া করতেন। এই ভেবে যে বারবার মাথা ন্যাড়া করলে নতুন চুল গজাবে। এছাড়াও যাদের মাথায় টাক পড়তে শুরু করে তারাও ঘন ঘন মাথা ন্যাড়া করেন। তবে এই ধারণা কতটা সত্যি?

মাথা ন্যাড়া নারী

অনেকে মনে করেন, চুল আসলে গাছের মতো। যতটা ছাঁটা হবে, তত ঘন হবে। এই আশা নিয়ে মাথা কামান তারা। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। কারণ ন্যাড়া হলে চুলের গোড়ায় তার কোনো প্রভাব পড়ে না। ত্বকের বাইরে যে অংশটি থাকে, সেটাই শুধু কামানো হয়। ফলে ন্যাড়া হওয়ার পরে চুলের ঘনত্বে কোনো বদল আসে না।

তবে ন্যাড়া হওয়ার যে একেবারেই কোনো সুবিধা নেই তা কিন্তু নয়। ন্যাড়া হওয়ার দুটি সুবিধা আছে।

প্রথমত, যাদের চুলের গোড়া দুর্বল, তাদের চুল বেশি লম্বা হয়ে গেলে বেশি মাত্রায় ঝরতে থাকে। ন্যাড়া হলে তার পরিমাণ কমে।

দারুণ স্বাদের দই-করলা রান্নার অসাধারণ রেসিপি

দ্বিতীয়ত, মাথার ত্বকে অনেক সময়ে ছত্রাক বা নানা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায়। তার ফলে চুল পড়ে যায়। ন্যাড়া হলে সেই সংক্রমণের হার কমে।

অর্থাৎ ন্যাড়া হলে চুল ঘন হবে, এই ধারণা ভুল। কিন্তু ন্যাড়া হলে চুল পড়ার হার কমবে, কারো কারো ক্ষেত্রে এ কথা সত্যি।