আমেরিকার কলোরাডোতে সম্প্রতি দেখা মিলছে এক ধরনের অদ্ভুত খরগোশের, যাদের মাথায় শিং আর মুখে শুঁড়ের মতো অংশ গজিয়েছে। স্থানীয়রা তাদের ডাকছেন ‘জোম্বি র্যাবিট’ নামে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে কটনটেল প্যাপিলোমা ভাইরাস (CRPV) বা শোপ প্যাপিলোমা ভাইরাস নামের এক ধরনের ভাইরাস সংক্রমণের ফল, যা খরগোশের মধ্যে ছড়াচ্ছে।
‘আমেরিকান ভেটেরিনারি অ্যাসোসিয়েশন’-এর তথ্য অনুযায়ী, কটনটেল প্রজাতির এই খরগোশ মূলত নিরীহ হলেও ভাইরাসের কারণে মাথা ও মুখের চারপাশে টিউমারের মতো গঠন তৈরি হয়েছে। এগুলো বাইরে থেকে শিং বা শুঁড় মনে হলেও আসলে টিউমার। এই ভাইরাস ছোঁয়াচে এবং মাছি বা টিকের মাধ্যমে বন্যপ্রাণীর মধ্যে ছড়ায়।
চিকিৎসকেরা জানিয়েছেন, শোপ প্যাপিলোমা ভাইরাস সাধারণত পশুপাখির শরীরেই ছড়ায়। মানুষের শরীরে এ রোগ ছড়ায় কি না, তা এখনও নিশ্চিত নয়। তাই শিংওয়ালা খরগোশের কাছে না যাওয়া ও না ছোঁয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, পোষা প্রাণীদেরও এ সময় বাড়তি যত্নে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
Samsung Galaxy A17 5G : বাজেট রেঞ্জে আসছে OIS ক্যামেরা ও Super AMOLED ডিসপ্লের চমক নিয়ে
যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই টিউমার বিনাইন (অ-ক্যানসারজনিত), তবে দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পেলে তা থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা বা ত্বকের ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। কলোরাডো পার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ জানিয়েছে, শিংওয়ালা খরগোশ বিপজ্জনক নয়, তবে সময়মতো চিকিৎসা না হলে ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।