নববর্ষের রাতে উত্তর প্রদেশের মথুরায় একটি পানশালায় অনুষ্ঠানের কথা ছিল অভিনেত্রী সানি লিওনের। তবে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে স্থানীয় সাধুদের প্রতিবাদের জেরে অনুষ্ঠান বাতিল ও সানির প্রবেশ নিষিদ্ধ করার দাবি উঠেছে, যা নতুন করে বিতর্ক উসকে দিল।

এক যুগেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন বলিউডে।
দেশটির উত্তর প্রদেশের মথুরায় বর্ষবরণের রাতে অনুষ্ঠান করার কথা ছিল সানি লিওনের। সেখানকার একটি পানশালায় রাতভর ডিজে-তে অংশ নেওয়ার কথা ছিল। মথুরার সাধুরা এই অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়েছিলেন।
তারা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি চিঠি লিখে অনুষ্ঠান বাতিল এবং আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সানি নিজেই একটি ভিডিওতে বলেছিলেন, ‘আমি মথুরায় অনুষ্ঠান করার জন্য মুখিয়ে রয়েছি। মথুরায় সকলের সঙ্গে দেখা হবে। উদযাপন করব। আশা করব এই রাতটা স্মরণীয় হয়ে থাকবে।’
তবে সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ‘মথুরা পবিত্র ধাম। সারা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে এই পুণ্যভূমির সুনাম নষ্ট করার চেষ্টা করতে চাইছেন। এই ধরনের পদক্ষেপ ধর্মীয় ভাবাবেগে আঘাত। এই শহরকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।’
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘সারা বিশ্ব থেকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে ভজন-কীর্তন এবং পুজোপাঠ করতে আসেন। এমন পরিস্থিতিতে কিছু লোক ঐশ্বরিক ভূমিকে অপমান করার ষড়যন্ত্র করছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


