সোহাগ হাওলাদার, আশুলিয়া : ঢাকার ধামরাইয়ে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ধামরাই বিএনপি নেতা আবুল কাশেম (৫৫) কে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ হত্যার পিছনে বিএনপির অপর একটি গ্রুপ ও আওয়ামীলীগের সম্পৃক্ততা রয়েছে।
বৃহস্পতিবার (২০ই মার্চ) সকালে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত আবুল কাশেম গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি।
পরিবারের সদস্যরা জানান, সকালে অসুস্থ আত্মীয়কে দেখতে মানিকগঞ্জে একটি হাসপাতালে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। বাড়ি থেকে বের হতে স্থানীয় বিএনপির ও আওয়ামীলীগের কয়েকজন তাকে ঘিরে ধরে। চাপাতি, ধা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে মারা যায়।
কামরুল হাসান বলেন, ‘ঘটনার পর প্রথমে আমার বাবাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এনামে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
আবুল কাশেমের স্ত্রী শাহেদা আক্তার বলেন, বাসা থেকে ঘটনাস্থল বেশি দূরে নয়। খুব অল্প সময়ের মধ্যেই তারা হামলা করেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হামলাকারী কয়েকজনের নাম বলেন। তার মধ্যে জলিল , বাছেদ, বিল্টু, আলী , আহাদ, গফুর , মালেক। তারা বিএনপি ও আওয়ামীলীগের রাজনীতিক দলের সাথে জড়িত।
তিনি আরও বলেন, মূলত মাটি ব্যবসা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব। তারা এর আগেও বাড়িতে হামলা করেছিল।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেরাজুন রেহান পাভেল বলেন, তার ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, আশেপাশে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিস্তারিত পরে জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।