জুমবাংলা ডেস্ক : লামায় আবুল খায়ের টোব্যাকো কম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিস থেকে এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় গতকাল শনিবার ১৮ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারুফুল ওরফে আরিফ (৩৩), নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), আব্দুর রহিম (৩৬), সুজন (২৫) ও আনোয়ারা বেগম (৪৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য মতে, শনিবার পৃথক দুটি অভিযানে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার দুই অভিযানে তিন লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ৯ মে ভোরে ডাকাতদল লামায় আবুল খায়ের টোব্যাকো কম্পানির অফিস থেকে এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পরদিন লামা থানায় মামলা করা হয়।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, গতকাল দুটি স্থানে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা এবং এর আগে তিন লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।