মাত্র ১০ বছর বয়সেই ছেলেকে জুতার ব‍্যবসায় নামালেন শিল্পা-রাজ

শিল্পা-রাজ

বিনোদন ডেস্ক : জাত ব‍্যবসায়ী রাজ কুন্দ্র। টাকা কামাতে পর্ন ভিডিও তৈরির ব‍্যবসাও শুরু করেছিলেন তিনি। অভিযোগে কয়েক মাস জেলেও খেটে এসেছেন তিনি। অন‍্যদিকে স্ত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা বলিউডের নামী অভিনেত্রী। স্বামী পর্নকাণ্ডে গ্রেফতার হওয়ায় প্রথমটা মুখ লুকিয়েই ছিলেন তিনি। কিন্তু এখন পরিবারের মুখ চেয়ে সেসব ভুলে গিয়েছেন শিল্পা।

শিল্পা-রাজ

দুই সন্তান রাজ শিল্পার। বড় ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার বয়স মোটে দশ বছর। অন‍্যদিকে ছোট মেয়ে সমিশা এখন অনেকটাই ছোট। সারোগেসির মাধ‍্যমে মেয়ের জন্ম দিয়েছিলেন শিল্পা। দুই সন্তান, স্বামীকে নিয়ে এখন সুখের সংসার তাঁর। এবার বড় ছেলে ভিয়ানকেও ব‍্যবসায় নামিয়ে দিলেন শিল্পা।

জুতোর ব‍্যবসা শুরু করেছে ভিয়ান। নিজের কাস্টোমাইজ করে স্নিকার্স ডিজাইন করতে শুরু করেছে সে। ছেলের এই নতুন ব‍্যবসার প্রথম প্রোডাক্ট হাতে নিয়ে উচ্ছ্বসিত শিল্পা এক ভিডিও বার্তা দিয়েছেন। ভিয়ানের জুতোর ব্র‍্যান্ডের নাম ‘vrkicks’। ভিডিওর ক‍্যাপশনে শিল্পা লিখেছেন, জুতোর ডিজাইন থেকে শুরু করে ভিডিওটা পর্যন্ত ভিয়ানের পরিকল্পনা মতোই হয়েছে।

শিল্পা আরো জানান, মাত্র ১০ বছর বয়সে ভিয়ান এতটাই পরিণত মনস্ক যে ব‍্যবসার লাভের কিছুটা অংশ সে চ‍্যারিটিতে দান করবে। ছেলেকে নিয়ে গর্বিত শিল্পা। নিজেই তাই ভিয়ানের জুতোর ব্র‍্যান্ডের প্রচারে নেমেছেন তিনি। ভিয়ানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফারাহ খান থেকে মাসি শমিতা শেট্টিও।

প্রতিদিন সকালের নাস্তায় পাউরুটি খেলে যা ঘটবে আপনার শরীরে

নিজের ব্র‍্যান্ডের প্রথম জোড়া জুতো মা শিল্পাকেই দিয়েছে ভিয়ান। আন্দাজ করতে পারেন, কত টাকা থেকে শুরু হচ্ছে ব্র‍্যান্ডের জুতোর দাম? জানিয়ে রাখি, ৪৯৯৯ টাকা খরচ করলেই আপনি পেয়ে যাবেন ভিয়ান রাজ কুন্দ্রার কাস্টোমাইজ করা বিশেষ স্নিকার্স।