স্পোর্টস ডেস্ক : হতভাগ্য আরেক নারী ফুটবলারের প্রাণ অকালেই ঝরে গেলো। বাংলাদেশের দুটি বয়সভিত্তিক জাতীয় দলে প্রতিনিধিত্ব করা মিথিলা আক্তার লিভারের জটিলতা ও শ্বাসকষ্টে ভুগে রবিবার মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুর কাছে হার মানেন।
বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ ও ১৬ দলের হয়ে খেলেছেন। তবে খেলোয়াড় হিসেবে সেভাবে আলো ছড়াতে পারেননি বলেই বাফুফের আবাসিক ক্যাম্প থেকে বাদ পড়েন। আর একবার বাফুফের চৌহদ্দি পাড় করা মানেই মূল্যহীন হয়ে পরা। বাফুফে এরপর আর খোঁজ রাখে না ঝড়েপড়াদের। তাদের ফিরে আসার দরজাটাও বন্ধ হয়ে যায় চিরতরে। সমাজের নিচুস্তর থেকে উঠে আসে বলেই বাদ পড়ার পর নারী ফুটবলারদের দূর্বিসহ জীবনযাপন করতে হয়।
এটাই হয়তো হয়েছে মিথিলার ক্ষেত্রে। নইলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড় কেন জীবিত অবস্থায় থাকবে না বাফুফের নজরে।
এই তো মাস কয়েক মাস আগেই সনাতনী পদ্ধতিতে সন্তান প্রসব করাতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় জাতীয় দলের সাবেক ফুটবলার রাজিয়াকে। উন্নত চিকিৎসা পেলে হয়তো বেচে যেতেন তিনি। মিথিলাকেও হয়তো এই বয়সে বিদায় নিতে হতো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।