জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে পাওনা টাকার জেরে মো. আব্বাস আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ভাই আকতার হোসেনকেও কুপিয়ে আহত করা হয়েছে।
নিহত মো. আব্বাস আলী উপজেলার দুগার্পুর ইউনিয়নের বেড়ীপটল গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
নিহতের ভাই আশরাফুল আলম জানান, আমার ভাই মো. আকতার হোসেন পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলী গ্রামের মোমিন হোসেনের কাছ থেকে বাকীতে ২ হাজার টাকার একটি মোবাইল ফোন ক্রয় করে।
সেই বাকী টাকা দিতে দেরি হওয়ার কারণে মঙ্গলবার বিকেলে মো. আব্বাস আলীর বাড়িতে রামদা, লাঠিসোঁটা দলবল নিয়ে হামলা করে চরপৌলী গ্রামের মোমিন, নুরুসহ অজ্ঞাত কয়েকজন। পরে আহত অবস্থায় আব্বাস আলী ও তার ভাই আকতার হোসেনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মো. আব্বাস আলীকে বাড়িতে আনার পর আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
ছবিটি জুম করে দেখুন কোন পশুটি আগে দেখছেন? উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, মোবাইল কেনার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মো. আব্বাস আলীর বাড়িতে গতকাল মঙ্গলবার হামলা করে দুর্বৃত্তরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।