আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৩০ বছর বয়সেই সর্বকনিষ্ঠ নানি হয়েছেন ব্রিটেনের কেলি হেলি। তার ১৪ বছরের কন্যা স্কাই সল্টার ২০১৮ সালের আগস্টে মেয়ে সন্তানের জন্ম দেন। সেই সময় কেলির বয়স ছিল ৩০ বছর। তিনি বলেন, ‘এত কম বয়সে নানি হওয়া ঠিক মনে হচ্ছে না।’ খবর- ডেইলি মেইলের।
২০১৮ সালে যখন স্কাই সন্তান ধারণ করেন তখন তার মা কেলি তাকে সমর্থন করেন। তিনি মনে করেন, যা হয়ে গেছে তা হয়ে গেছে। যদিও তিনি এত তরুণ বয়সে নানি হওয়ার আশা করেননি। খবর ডেইলি মেইলের। কেলি বলেন, আমি স্কাইয়ের জন্য যা করতে পারতাম তা হল ভালোবাসা এবং সমর্থন। একজন মা হিসাবে আপনি শুধু এই জিনিসগুলি মোকাবিলা করেন। এই নানি বলেন, আমার বন্ধুরা আমার নাতনিকে নিয়ে হাসাহাসি করেন। অনেকে তাকে আমার ছেলে ভেবে ভুল করেন।
২০১৮ সালে স্কাই যখন গর্ভবতীর খবর জানতে পারেন তখন ৩৬ সপ্তাহের বেশি। চিকিৎসকরা জানান, এই সময়ে গর্ভপাত করা কোনো ভালো বিকল্প নয়। তারপরই তিনি সন্তান জন্মদানের প্রস্তুতি নেন। স্কাইয়ের বয়স এখন ১৭ বছর। তিনি প্রথম সন্তানের জন্মদানের কথা স্মরণ করে বলেন, আমি এই খবরে হতবাক হয়ে গিয়েছিলাম। আমি গর্ভবতী হতে পারি এমন আশঙ্কা করেই মেডিকেল টেস্ট করেছিলাম। স্ক্রিনে আমার শিশুর হৃদস্পন্দন দেখে হৃদয় ভালোবাসায় ভরে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।