বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারো ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশনে প্রচার হয়েছে অনেক নাটক-টেলিফিল্ম। ইউটিউবেও মুক্তি পেয়েছে বেশ কিছু নাটক। ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ অংশে ঈদের সেরা পাঁচ নাটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ব্যাচেলর রমজান’ নাটকটি। এবার দ্রুততম সময়ে ১ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো এটি।
এ বিষয়ে নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি বলেন—‘৬ দিনে নাটকটির ভিউ হয়েছে ১ কোটি। বাংলাদেশে দ্রুততম সময়ে ১ কোটি ভিউয়ের রেকর্ড গড়লো নাটকটি। দর্শকদের এই ভালোবাসার প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করার মতো নয়। দর্শকই আমার মূল শক্তি। আমার ও আমার টিমের জন্য সবাই দোয়া করবেন।’
ঈদ উপলক্ষে গত ৬ মে রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। মুক্তির তিন ঘণ্টায় ভিউ হয় ১০ লাখ।
‘ব্যাচেলর রমজান’ নাটকের গল্প-চিত্রনাট্যও রচনা করেছেন নির্মাতা অমি। অভিনয় করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তারকারা। এ নাটকের সিজন ফোরের বিশেষ একটি পর্ব এটি।
নাটকটির মূল চরিত্রে রয়েছেন—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম। তাদের সঙ্গে আছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ। গত ৬ মে ইউটিউবে মুক্তি পায় নাটকটি। এ পর্যন্ত নাটকটির ভিউ ৯৪ লাখ ছাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।