জুমবাংলা ডেস্ক : মেট্রোরেলে ছিনতাই, ডাকাতির মতো কোনো ঘটনা যেন না ঘটে সেদিকে এমআরটি পুলিশ সতর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরা উত্তর স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘মেট্রোরেলের স্টেশনসহ এর অভ্যন্তরে যে কোনো অপরাধের খবর পেলেই ব্যবস্থা নেয়া হবে। মেট্রোরেলে মানুষের যাতায়াত নিরাপদ করতেই এমআরটি পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে।’
রাতের বেলা উত্তরাসহ কিছু স্টেশন ঝুঁকিপূর্ণ থাকে। এসব স্টেশনে ছিনতাই ও ডাকাতি হওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে এমআরটি পুলিশের ভূমিকা বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, মেট্রোরেল স্টেশনে কোনো প্রকার ছিনতাই, ডাকাতির মতো ঘটনা যেন না ঘটে, সেদিকে এমআরটি পুলিশ সতর্ক থাকবে।
তিনি বলেন, প্রতি স্টেশনে সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। যদি কেউ এমন ঘটনা ঘটায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রেলওয়ে পুলিশের সঙ্গে মেট্রোরেলের পুলিশের তফাত রয়েছে মন্তব্য করে হাবিবুর রহমান বলেন, রেলওয়ে পুলিশের কাজ ওই এলাকার স্টেশনের সব নিরাপত্তা নিশ্চিত করা। আর এমআরটি পুলিশের কাজ মেট্রোরেলের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এবং মেট্রোরেলের যে স্টেশনে অপরাধমূলক ঘটনা ঘটবে সেই স্টেশন যে থানার আওতাধীন হবে তারা তা পালন করবে।
নিরাপদে মেট্রোরেলের কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এতে মানুষের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। ২১.৬ কিলোমিটার রাস্তা মানুষ মাত্র ৩৮ মিনিটে পাড়ি দিতে পারছেন। দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন।
আগামী ৪ নভেম্বর মতিঝিল পর্যন্ত বাকি অংশ উদ্বোধন করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যখন মেট্রোরেল উদ্বোধন হয়ে যাবে, তখন ১৭টি স্টেশনে যাতায়াত করতে পারবে মানুষ। এতে মানুষের সময় বাঁচবে। দেশের অর্থনৈতিক উন্নতি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।