লাইফস্টাইল ডেস্ক : দাদি-নানিদের ৮০ বছর বয়স হলেও চুলে তেমন পাক ধরত না। একদম সুন্দর, কালো একঢাল চুল থাকত। এমনকী চুল পড়ে যাওয়ার সমস্যা ছিল না। চুলের গুণমান যেমন ভাল ছিল তেমনই গোছও থাকত। আলাদা করে কিন্তু কোনও যত্ন নিতেন না তাঁরা। মাসে একদিন শ্যাম্পু আর রোজ মাথায় নিয়ম করে ঘষে ঘষে তেল লাগাতেন। আর এতেই হত কামাল। আর এখন ৩০ পেরোতে না পেরোতেই পাক ধরছে চুলে। মাথায় একটা দুটো করে পাকাচুল খুব কম বয়স থেকেই দেখা যাচ্ছে। কালো চুলের পরিবর্তে অনেকেরই রঙিন চুল পছন্দ। তাই চুলে রম করা, হইলাইট করা এসবের অনেক বেশি চল বেড়েছে। এতে চুল বেশি নষ্ট হচ্ছে। তাড়াতাড়ি সাদা হচ্ছে আর গুণমানও অনেক বেশি খারাপ হচ্ছে।
চুল কালো করতে অনেকেই চুলে এখন রং করেন। কেউ করেন কলপ, কেউ হেনা। হেনা প্রাকৃতিক ভাবে করা হয় আর চুলের জন্যও ভাসল। দীর্ঘদিন ধরে হেনা করতে থাকলে চুলে একটা সুন্দর রং আসে। কিন্তু কলপ চুলের জন্য একেবারেই ভাল নয়। এতে চুলের ক্ষতি হয় সেই সঙ্গে শরীরেরও ক্ষতি হয়। কলপের মধ্যে থাকে রাসায়নিক উপাদান, যা মানুষের জন্য একরকম বিষ। কলপ করলে চুল সাদা হয়ে যায় এমনকী সেখান থেকে আসতে পারে নার্ভের সমস্যাও। আর তাই আজ থাকল দিদিমাদের এই টোটকা। এই নিয়ম মেনে চুলে রং করলে চুল যেমন কালো থাকবে তেমনই আলাদা করে রং করার প্রয়োজন পড়বে না।
লোহার কড়াই ভাল করে গরম করে তিন বড় চামচ সরষের তেল আর নারকেল তেল দিতে হবে। এবার আঁচ একেবারে কমিয়ে এক চামচ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বেটে এক চামচ দিতে পারেন। এক চামচ মেথি গুঁড়ো মিশিয়ে ভাল করে গরম করতে হবে। ভাল করে নাড়তে নাড়তে ওর মধ্যে ১ প্যাকেট কফি গুঁড়ো মিশিয়ে দিতে হবে যতক্ষণ না সুন্দর একটা রং আসে। একটা গাঢ় রং ধরলে গ্যাস অফ করে দিতে হবে। এবার তা নামিয়ে ঠান্ডা করে নিন। এই তেল চুলের ঝরাও কমিয়ে দেবে। সম্পূর্ণ ঠান্ডা হলে তা ছেঁকে একটা পাত্রে রেখে দিতে হবে। সপ্তাহে দু দিন এই তেল মাখুন। শ্যাম্পু করার আগে এই তেল লাগিয়ে নিয়ে মালিশ করুন। দেখবেন চুল কত সুন্দর কালো হয়েছে। চুলের গোড়াতে এই তেল লাগাবেন। টানা ৬ মাস ব্যবহার করলে ফল পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।