‘পাকা চুল আগের মত কালো হবে আলুতেই’ দাবিটি মিথ্যা

লাইফস্টাইল ডেস্ক : ‘পাকা চুল আগের মত কালো হবে আলুতেই’-এই শিরোনামে গত ২১ মে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল জুমবাংলার লাইফস্টাইল ক্যাটাগরিতে প্রকাশিত একটি প্রতিবেদন ২২ মে পোর্টালটির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। অনেকেই প্রতিবেদনটি শেয়ার করার কারণে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এছাড়া, বেশ কিছু ইউটিউব ও সোশ্যাল মিডিয়া পোস্টেও দাবি করা হয়েছে যে পাকা চুলকে সম্পূর্ণভাবে কালো করতে হলে মাথায় আলুর খোসা বা রস লাগাতে হবে।

ভারতের থিপ মিডিয়া টিম ফ্যাক্ট চেক করে দেখেছে যে এই দাবিটির অধিকাংশ মিথ্যা। সাময়িকভাবে আলুর রস চুলকে কালো করলেও এর কিছু ক্ষতিকর দিকও আছে।

হাভার্ড উনিভার্সিটির হেলথ ব্লগের রেফারেন্স দিয়ে বলা হয়, স্বাভাবিক কারণে সাদা হয়ে যাওয়া চুলকে কখনোই কালো করে দেওয়া যায় না। কোনো জৈবিক বা কেমিক্যাল রং ব্যবহার করে সাময়িকভাবে চুলের রং বদলানো যায় কিন্তু নতুন চুল সবসময় সাদা হয়েই বেরোবে।

এ সংক্রান্ত ফ্যাক্ট চেক আর্টিকেলে চুল বিশেষজ্ঞ ট্রাইকোলোজিস্ট ড: স্বাতী ওয়াতওয়ানির বরাত দিয়ে বলা হয়, ‘সাধারণত ৪০ থেকে ৫০ বছর এ পাকা শুরু হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই অকালপক্কতা শুরু হতে পারে ২০ বছর বয়সেই। তাই অকালে চুল পাকা হওয়ার কারণ খুঁজে বের করে সেই অনুযায়ী চিকিৎসা করে চুল পাকানোর গতি কমানো যেতে পারে। কিন্তু এটা পুরোপুরি উল্টানো যাবে না।’

ডিসক্লেইমার: সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা না বলে ‘বিভ্রান্তিকর’ তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করায় জুমবাংলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে এরকম প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে জুমবাংলা আরও সতর্কতা অবলম্বন করবে।