বিনোদন ডেস্ক : ঈদের আমেজে বুঁদ সিনেপ্রেমীরা। একের পর এক আসছে গান, টিজার, টেলার। আছে আইটেম সংও। যেন ঢোক গেলা সব আয়োজন!
আর সেই আইটেমে শোনা যাচ্ছে ‘আমি ভাইরাল বেবি রে’। ঈদের ‘ওমর; ছবির যে গানে নেচে-গেয়ে ঢালিউড পরিবেশে উচ্ছ্বাস নামিয়ে আনলেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এতে দর্শনার আসরে দেখা মিলেছে শরিফুল রাজ, আবু হুরায়রা ও নাসির উদ্দিন খানদের!
কে কার ভাইরাল বেবি সে উত্তর পাওয়া গেল আরেকজনের কাছ থেকে। গানটির গীতিকার জনি হক বললেন, ‘বাণিজ্যিক সিনেমায় আইটেম সংটা বিশেষ। আর সেটাই মাথায় রেখে গানটি সাজানো। এতে ভাবগম্ভীরর্যতা খুঁজলে ভুল হবে। বলা চলে, এক ধরণের উৎসবের আমেজের মাথায় রেখেই ওমর ছবির জন্য গানটি করেছি। দর্শনা বণিক হয়তো অনেকের কাছেই ভাইরাল বেবি। তবে অন্যরা পছন্দের মানুষকে নিয়ে ছবিটি দেখতে পারেন।’
‘চলো নিরালায়’খ্যাত জনি হকের কথায় ‘ভাইরাল বেবি’ গানটি বানিয়েছেন স্যাভি। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও ঈশান মিত্র।
‘ওমর’ ছবিটি পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’-এ শরিফুল রাজ ছাড়াও আছেন দেশের তিন দাপুটে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। আরও দেখা যাবে রোজি সিদ্দিকী, এরফান মৃধা শিবলু ও আবু হুরায়রা তানভীরকে। এছাড়া বিশেষ চমক হিসেবে থাকছেন কলকাতার দর্শনা বণিক।
‘রাজকুমার’ শাকিবকে শুভকামনা জানালেন ‘প্রিয়তমা’ ইধিকা‘রাজকুমার’ শাকিবকে শুভকামনা জানালেন ‘প্রিয়তমা’ ইধিকা
‘ওমর’ ছবিটি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.