জুমবাংলা ডেস্ক : কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। সোমবার (১৮ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী এবারও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সোমবার ও মঙ্গলবার (১৮-১৯ মার্চ) মাউশির অধীন সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২৪ মার্চ সারাদেশের উপজেলা পর্যায়ে এবং ঢাকা মহানগরীর ২৫টি থানায় এ প্রতিযোগিতা হবে।
এছাড়া ২৭ মার্চ ঢাকা মহানগর, ২৮ মার্চ সব জেলায়, ২১ এপ্রিল বিভাগ এবং ৩০ এপ্রিল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে মাউশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।