আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দিকে ধেয়ে আসছে বিপর্যয়কর ঘূর্ণিঝড় ‘হিলারি’। এ কারণে দেশটির উত্তর-পশ্চিম পর্যটক অঞ্চল ও প্রতিবেশী মার্কিন অঙ্গরাজ্যে ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।
চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় দেশটি প্রস্তুত বলে জানা গেছে।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার(এনএইচসি) সতর্ক করে বলেছে, হিলারির কারণে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশংকা রয়েছে। এনএইচসি বলছে, শুক্রবার কিছুটা মন্থর হওয়ার আগ পর্যন্ত বাতাসে হিলারির সর্বোচ্চ গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে।
এদিকে সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ার প্রেক্ষিতে কাবো সান লুকাসের বাসিন্দা ও কর্মীরা তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করে। এছাড়া কাবো সান লুকাস বিচে নৌ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এনএইচসি বলছে, ঘূর্ণিঝড় ‘হিলারি’ বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্তে কাবো সান লুকাসের ২৮৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার রাত নাগাদ ঘূর্ণিঝড়টি ক্যালিফোর্ণিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।