মেক্সিকোর বন্দরে ১০ ঘণ্টা ধরে ‘নজিরবিহীন চুরি’

নজিরবিহীন চুরি

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি বন্দরে অস্ত্রধারীরা ২০টি মালবাহী কনটেইনার চুরি করেছে। এই কনটেইনারের কয়েকটাতে সোনা ও রোপা ছিল। স্থানীয় গণমাধ্যমে এই ঘটনাকে ‘শতাব্দীর সর্বোচ্চ চুরি’ হিসেবে বর্ণনা করেছে।

নজিরবিহীন চুরি

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মানজানিলো শহরের বাণিজ্যিক বন্দরের একটি ব্যক্তিগত কম্পাউন্ডে গত ৫ জুন এই ঘটনা ঘটেছে।

মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর মুখপাত্র গুস্তাভো আদ্রিয়ান জোয়া বলেছেন, বন্দরের নিরাপত্তা দলগুলোকে অক্ষম করার পর কনটেইনারগুলো সরানোর জন্য ক্রেন এবং ট্রাক ব্যবহার করা হয়। তিনি বলেন, এটি নজিরবিহীন। আমরা আগে কনটেইনারে বিক্ষিপ্ত চুরি দেখেছি, কিন্তু এত পরিমাণে নয়। চুরি করতে আট থেকে ১০ ঘণ্টা সময় লেগেছে বলেও উল্লেখ করেন তিনি।

নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বলেন, যে ধরনের পণ্য চুরি হয়েছে তা নির্বাচিত। সেখানে মূল্যবান ধাতু এবং অন্যান্য জিনিস ছিল।

১ ডলার দিয়ে পাওয়া যাচ্ছে ২০৫ পাকিস্তানি রুপি

মেক্সিকোর জাতীয় শুল্ক প্রধান হোরাসিও ডুয়ার্তে অলিভারেস বলেন, যে এলাকায় চুরির ঘটনা ঘটেছে সেটি নৌবাহিনীর আওতাভুক্ত নয়। দেশটির পাবলিক প্রসিকিউটর দপ্তর বলেছে, তারা তদন্ত শুরু করেছেন। তবে চুরি হওয়া সোনা এবং রূপার পরিমাণের বিবরণ দেয়নি তারা।