আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে এবারের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়াবে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে এল নিনোর প্রভাবে এবার মাত্রাতিরিক্ত গরম পড়বে বলেও জানানো হয়। এতে শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়সহ ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইতালিতে এবারও তীব্র গরম অনুভূত হবে বলে সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, তাপমাত্রা এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন স্থানীয়রা।
সময় সংবাদকে স্থানীয় এক নাগরিক বলেন, ‘শুনেছি এ বছর প্রচণ্ড গরম অনুভূত হবে। আমরা সবাই শঙ্কিত। আমার মতে, কার্বন নিঃসরণ দ্রুত বন্ধ করতে হবে, যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়।’
একই বিষয়ে এক প্রবাসি বাংলাদেশি বলেন, ‘একদিন বৃষ্টি আরেকদিন প্রচণ্ড গরম-এটাই এখন ইতালির আবহাওয়ার আচরণ। জলবায়ু পরিবর্তনের ফলেই এমনটি ঘটেছে। তাপমাত্রা বৃদ্ধি করে এমন বিষয়গুলো আমাদের পরিত্যাগ করতে হবে।’
বিগত বেশ কিছুদিন ধরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাজধানী রোমে ব্যতিক্রমী প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছেন জলবায়ু অধিকারকর্মীরা। সম্প্রতি রোমের বহু বছরের পুরানো একটি দর্শনীয় ঝর্ণায় কালো পানি ঢেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
জলবায়ুকর্মীদের এমন আচরণের তীব্র সমালোচনা করেন রোমের মেয়র। বলেন, শৈল্পিক ঐতিহ্যকে ঝুঁকির মধ্যে রেখে পরিবেশ সংরক্ষণ করা যায় না।
ইতালিতে গেল দুইশ বছরের ইতিহাসে সবচেয়ে শুষ্ক ছিল ২০২২ সাল। তীব্র দাবদাহ, খরা আর দাবানলে নাকাল ছিল বছরটি। বৃষ্টিপাত কম ছিল প্রায় পঞ্চাশ শতাংশ। তবে, চলতি বছর প্রকৃতি তারচেয়েও ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।