সাইকেল চা‌লি‌য়ে ফ্রান্স থেকে সিরাজগ‌ঞ্জে এলো ম্যাক্সিন কাফুমান

জুমবাংলা ডেস্ক : ফ্রান্সের দ্য ল্যামপে‌থি শহর থেকে সাইকেল চালিয়ে সিরাজগঞ্জ শহ‌রে পৌঁছেছেন ম্যাক্সিন কাফুমান নামে এক যুবক। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করেন তিনি। এ সময় প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে তা‌কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ম্যাক্সিন কাফুমান এক সাক্ষাৎকারে ডেইলি বাংলাদেশকে বলেন, বাংলাদেশ আমার অনেক ভালো লে‌গে‌ছে। তার মধ্যে অনেক বেশি ভা‌লো লেগেছে সিরাজগঞ্জ শহরটি। এই শহরটি অনেক পরিচ্ছন্ন এবং এখানকার মানুষ অনেক অতিথিপরায়ণ।

তিনি আরো বলেন, আসলে শুধু বাংলাদেশ নয়, সব মুসলিম দেশই অনেক সুন্দর। বাংলাদেশের খাবার হিসেবে সবজি, খিচুড়ি, ফুচকা, ম‌াছ খুব ভালো লে‌গে‌ছে।

জানা গেছে, তি‌নি আগামীকাল শনিবার সকালে ঢাকার উদ্দেশে সাইকেল চালিয়ে রওনা হবেন এবং পরবর্তী দেশ চীনে অবস্থান করে সিঙ্গাপুরে গিয়ে তার একবছরের সাইকেল চা‌লি‌য়ে দেশ ভ্রমণের কার্যক্রম শেষ করবেন।

প্রসঙ্গত, গত ১৪ মার্চ নিজ শহর থেকে যাত্রা শুরু করেন ম্যাক্সিন কাফুমান। এরপর দীর্ঘ ৯ মাসে সাইকেল চালিয়ে ২০টি দেশ ও ১৯ হাজার ৩৫৯ কিলোমিটার সাইকেল চা‌লি‌য়ে সিরাজগঞ্জে পৌঁছেন তিনি।