জুমবাংলা ডেস্ক : আগামী মে মাসে বাংলাদেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক এস. এম. কামরুল হাসানের সই করা এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
এছাড়া মে মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে ১-৩টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মে মাসজুড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
নদ-নদীর পূর্বাভাস অনুযায়ী, মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানির স্তর বাড়তে পারে।
কৃষি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মে মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবনের হার ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫.৫০ থেকে ৭.৫০ ঘণ্টা থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।