জুমবাংলা ডেস্ক : আবহাওয়া অফিস বলছে, চলতি তাপপ্রবাহ থেকে মুক্তি মিলতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। মে মাসের ৩ থেকে ৪ তারিখ নাগাদ সারা দেশেই বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি শেষে অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময়ের দিকে ফের শুরু হতে পারে তাপপ্রবাহ। এর প্রভাব থাকতে পারে পুরো মে মাসজুড়েই।
আবহাওয়াবিদ বজলুর রশিদ ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র এবং টাঙ্গাইল, বগুড়া, যশোরসহ ৫ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থা মাসজুড়েই চলবে। তবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে পরিস্থিতি।
বজলুর রশিদ বলেন, ‘দুদিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। ২ মে থেকে দেশের উত্তরপূর্ব ও উত্তরদক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আশা করা যায়, মে মাসের ৩-৪ তারিখের দিকের দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে।’
তখন থেকে ৬ দিন বৃষ্টির আভাস থাকলেও এরপর ফের বইতে শুরু করবে তাপপ্রবাহ। আর এর প্রভাব মে মাসজুড়েই থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
বজলুর রশিদ বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির পর তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে। দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারী এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে তীব্র তাপপ্রবাহ হতে পারে।’
এদিকে, আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, আজ রোববারও সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের শেষ দিকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে শুরু করতে পারে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৮৪ মিলিমিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।