বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কোটি কোটি মানুষ প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করে পরিবার, বন্ধু বা অফিসের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে অনেকের জন্য দুঃসংবাদ—আগামী মে মাস থেকে হোয়াটসঅ্যাপ কিছু পুরনো আইফোনে আর চলবে না।
Table of Contents
কেন হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে?
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন আপডেটগুলোর মাধ্যমে অ্যাপের সিকিউরিটি ও পারফরম্যান্স উন্নত করা হচ্ছে। সেই সঙ্গে পুরনো অপারেটিং সিস্টেমে অ্যাপ চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ কারণে যেসব ডিভাইসে iOS 15.1 বা তার নিচের ভার্সন রয়েছে, সেগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে।
কোন কোন মডেলে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে?
নির্দিষ্ট করে বলা হয়েছে, নিচের আইফোন মডেলগুলোতে মে মাস থেকে হোয়াটসঅ্যাপ আর সাপোর্ট করবে না:
- iPhone 5S
- iPhone 6
- iPhone 6 Plus
এই তিনটি ফোনে সর্বোচ্চ iOS 12 পর্যন্ত আপডেট দেয়া সম্ভব। অথচ হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনের জন্য প্রয়োজন iOS 15.2 বা তার বেশি।
ঝুঁকিতে আর কারা?
আপনার যদি নতুন কোনো মডেলের আইফোনও থাকে, কিন্তু তাতে এখনো iOS 15.1 বা তার নিচের ভার্সন ইনস্টল করা থাকে, তাহলে আপনার ফোনেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
কিভাবে বুঝবেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চলবে কি না?
আপনার আইফোনে কোন iOS ভার্সন চলছে, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- Settings এ যান
- General অপশনে ক্লিক করুন
- এরপর About-এ যান
- এবার Software Version-এ দেখুন আপনার ফোনে কোন iOS ভার্সন চলছে
আর যদি জানতে চান কোনো আপডেট বাকি আছে কি না:
- Settings > General > Software Update-এ গিয়ে চেক করুন
যদি আপনার ফোনে iOS 15.2 বা তার পরবর্তী কোনো ভার্সন ইনস্টল করা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হবে না।
এখন কী করবেন?
- পুরনো iPhone থাকলে নতুন ভার্সনে আপডেট করা যাচ্ছে কি না দেখে নিন
- সম্ভব হলে নতুন ভার্সন সাপোর্ট করে এমন ফোনে আপগ্রেড করার কথা ভাবুন
- গুরুত্বপূর্ণ ডেটাগুলো ব্যাকআপে রেখে দিন
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেক সময় পুরনো ডিভাইস সাপোর্ট হারায়। তাই হোয়াটসঅ্যাপ চালু রাখতে চাইলে এখনই আপনার ফোনের iOS ভার্সন চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।