জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের শিবচরে মেয়ের বর আনতে হেলিকপ্টার পাঠিয়েছেন ইতালি প্রবাসী শ্বশুর নাজিমউদ্দিন নাদিম বেপারী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সেই হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি যান বর। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে হেলিকপ্টারে নিয়ে নিজ বাড়িতে ফেরেন জাপান প্রবাসী বর নুরুজ্জামান।
এই আয়োজন দেখতে অতিথিসহ শত শত মানুষ ভিড় জমান বিয়ে বাড়িতে। বিয়েতে অংশ নিয়ে খুশি এলাকাবাসীও।
স্বজনরা জানান, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর গ্রামের নাজিমউদ্দিন নাদিম বেপারী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। একমাত্র মেয়ে সাইদ শিরিনসহ পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ইতালিতেই থাকেন। নাদিমের মেয়ে সাইদ শিরিনের বিয়ে ঠিক করেন একই ইউনিয়নের বাঁশকান্দি গ্রামের দেলোয়ার মুন্সির ছেলে জাপান প্রবাসী নুরুজ্জামান মুন্সির সঙ্গে।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার নুরুজ্জামান ও শিরিনের বিয়ের দিন ধার্য করা হয়। নাদিমের ইচ্ছে আদরের মেয়ের বরকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে যাবেন ও মেয়েকে হেলিকপ্টারে চড়িয়েই শ্বশুরবাড়ি পাঠাবেন। এজন্য হেলিকপ্টার ভাড়া করে বরের বাড়িতে পাঠান নাদিম।
পরে শুক্রবার দুপুরে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি যান বর। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে হেলিকপ্টারে নিয়ে নিজ বাড়িতে ফিরে যান নুরুজ্জামান। এই আয়োজন দেখতে ও নিমন্ত্রণে আসা অতিথিসহ শত শত মানুষ ভিড় জমান বিয়ে বাড়িতে।
মাদারীপুরের শিবচরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে হেলিকপ্টারে নিয়ে নিজ বাড়িতে ফিরছেন বর নুরুজ্জামান। ছবি: সময় সংবাদ
দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় খুশি নাদিমউদ্দিন নাদিম বেপারী। সহযোগিতা করায় কৃতজ্ঞতাও জানান এলাকাবাসীর প্রতি। হরেকরকম আয়োজনের মধ্যে জাকজমক এ বিয়েতে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেয় বলে জানান আয়োজকরা।
স্থানীয়রা জানান, এর আগে কখনই এমন অনুষ্ঠান করে বিয়ে হয়নি। হেলিকপ্টারে বরের আগমন ও পরে নববধূকে নিয়ে যাত্রা দেখতে সবাই ছিল উচ্ছ্বাসিত। কয়েক ঘণ্টা আনন্দেই কেটেছে সবার।
অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, আমার বন্ধুর মেয়ের বিয়েতে এসে খুশি লাগছে। গ্রামের প্রতিটি মানুষই আন্তরিক। সবাই বিনোদন পিপাসু। প্রতিটি এলাকায় এমন আয়োজন হলে আরও ভালো লাগবে।
আয়োজক ইতালি প্রবাসী নাজিমউদ্দিন নাদিম বেপারী জানান, অনেকদিনের স্বপ্নপূরণ হলো। মেয়ে ও জামাইকে একসঙ্গে হেলিকপ্টারে বিদায় দিতে পেরে খুবই আনন্দিত তিনি। সার্বিক সহযোগিতা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।