বিনোদন ডেস্ক : গত বছরের শুরুতেই বাবা-মা হয়েছেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। দুই থেকে তিন হয়ে তাদের আনন্দের সীমা নেই। কমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর জন্মের পর তাকে ঘিরেই মেতে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আজ (৫ জানুয়ারি) ইলহামের প্রথম জন্মবার্ষিকী। মেয়ের বিশেষ দিনটি ঘরোয়াভাবেই পালন করেছেন ফারুকী-তিশা।
ইলহামের জন্মদিনের প্রথম প্রহরেই কেক কেটে উদযাপন করেছেন ফারুকী-তিশা। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের কিছু স্থিরচিত্র পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মদিন পালনের কিছু ছবি পোস্ট করে তিশা লিখেছেন, ইচ্ছা ছিলো ইলহামের প্রথম জন্মদিনে আমাদের বন্ধু-কলিগ সবাইকে নিয়ে একটু আনন্দ আয়োজন করব। কিন্তু আম্মুর অসুস্থতার জন্য সেই চিন্তা বাদ দিই। তারপরও ঘরের মানুষজন নিয়ে আমরা আনন্দ করেছি।
পাশাপাশি এসময় মেয়ের জন্য দোয়া চেয়ে অভিনেত্রী লেখেন, ইলহামকে উইশ করেছি, যেন ও বড় হয়ে ভালো মানুষ হয়। সবাই ওর (ইলহাম) জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। শোবিজে যেখানে সংসার ভাঙার হিড়িক, সেখানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।