স্পোর্টস ডেস্ক : সবশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টেনেছেন আনহেল দি মারিয়া। ক্লাব ফুটবলে বিদায় নিতে চান নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে। আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহরটির ক্লাব থেকে উঠে এসেছেন তিনি।
রোজারিওর হয়ে ক্যারিয়ার শেষটা করাটা দি মারিয়ার কাছে স্বপ্নের মতো।
বহুবার আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড বলেছেনও। তবে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না আর। বিষয়টা নিজেই নিশ্চিত করেছেন তিনি। নিরাপত্তার শঙ্কা থেকেই জন্মভূমিতে ফিরে ক্যারিয়ারের ইতি টানতে চাচ্ছেন না তিনি।
মেয়ের মৃত্যুর হুমকি পাওয়ায় নিজের স্বপ্ন পূরণ করা থেকে সরে এসেছেন দি মারিয়া। হুমকিদাতারা রোজারিওতে বাস করা তার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দিয়ে এসেছে। বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা দিয়ে। আর্জেন্টিনার টিভি স্টেশন ‘রোজারিও ৩’ কে তিনি বলেছেন,‘আমার বোনের ব্যবসায় হুমকি দেওয়া হয়েছে।
একটি বাক্সে করে শূকরের কপালে বুলেটবিদ্ধ মাথা পাঠানো হয়েছে। চিরকুটও দেওয়া হয়েছে। আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’
নিজের ও পরিবারের নিরাপত্তার চিন্তা করেই জন্মভূমিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দি মারিয়া। আর্জেন্টিনার সাবেক উইঙ্গার বলেছেন,‘সেখানে (রোজারিওতে) ফেরাটা আমার স্বপ্ন ছিল।
তবে আমার পরিবারের নিরাপত্তার ঝুঁকি নিতে পারি না। এমন হুমকি পাওয়ার পর আমি অনুভব করছি রোজারিওতে ফেরা হবে না।’
এর আগে গত মার্চে জীবনাশের হুমকি পান দি মারিয়া। পরে অবশ্য ৩৬ বছর বয়সী উইঙ্গারের পরিবারকে মেরা ফেলার হুমকিদাতাদের গ্রেপ্তার করে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং তদন্ত ও অপরাধীদের তথ্য সংগ্রহে পুলিশের বিশেষায়িত ইউনিট পিডিআই। দি মারিয়ার আগে লিওনেল মেসির পরিবারকে হুমকি দিয়ে তো গত বছর তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পারিবারিক দোকানে গুলিও চালিয়েছিল বন্দুকধারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।