বিনোদন ডেস্ক : মেয়ে আয়রা এবং রফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে বর্তমানে আমেরিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সেখানে পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন। তাদের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক মুহুর্তের মেয়ে আইরার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত ।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সামনে বিশাল সমুদ্র, যার চারপাশ চাঁদের আলোয় আলোকিত। এমনই এক পরিবেশে মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন সৃজিত মুখার্জি। ছবিটি তুলে দিয়েছেন মিথিলা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে সৃজিত লেখেন, “তুমি আর আমি এমন একটা যাত্রা শুরু করেছি, যেখান থেকে আর কোথাও যাওয়ার নেই।”
রক্তের সম্পর্ক ছাড়াও যে কাউকে এত আপন করে নেওয়া যায়, সেটা আবারও প্রমাণ করলেন সৃজিত। চলতি বছরের পূজায় মুক্তি পেয়েছে তার পরিচালিত সিনেমা ‘দশম অবতার’। বক্স-অফিসে রমরমা ব্যবসাও করছে সিনেমাটি। রীতিমতো প্রশংসায় ভাসছে সৃজিতের এই সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।